ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ম্যাচে ফিরল বাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৬, ২১ জানুয়ারি ২০১৭

ম্যাচে ফিরল বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সাকিবের ঘূর্ণী বোলিং এ বিপর্যস্ত হয়েছে নিউজিল্যান্ড।দ্রুত শেষ তিনিটি উইকেট তুলে নিয়ে সাকিব নিউজিল্যান্ডকে ব্যাকফুটে নিয়ে গিয়েছে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তুলেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের রান এক সময় ছিলো ৪ উইকেটে ২৫২ এই সময় সাকিব নিজের নয় বলের মধ্যে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে চাপে ফেলেন। এখন হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশ সৌম্য ও সাকিবের অর্ধশতকে ২৮৯ রানে আউট হয়। এখন নিউজিল্যান্ড পিছিয়ে আছে ২৯ রানে হাতে আছে ৩ উইকেট। বাংলাদেশের জন্য আনন্দের বিষয় বিপক্ষ ব্যাটসম্যানরা স্পিন বোলিং খেলতে অস্বস্তি বোধ করছে। বাংলাদেশের পক্ষে রাব্বি ২, তাসকিন ১ ও মিরাজ ১ উইকেট পেয়েছেন। আজ বৃষ্টির কারণে ১৯ ওভার খেলা কম হয়েছে।
×