ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

প্রকাশিত: ০৯:০৮, ২১ জানুয়ারি ২০১৭

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে  আটক ২

স্টাফ রিপোর্টার ॥ শুল্ক গোয়েন্দায় নিয়োগের জন্য পরীক্ষার্থী সেজে প্রক্সি দিতে আসা ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার লিখিত পরীক্ষা চলাকালে শাহজালাল ও উত্তম রায় নামে দুজনকে সন্দেহবশত চ্যালেঞ্জ করলে তারা নিজেদের ভুয়া পরীক্ষার্থী হিসেবে স্বীকার করেন। সিপাই ও অন্যান্য পদে ২০ জনকে নিয়োগের জন্য উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এই পরীক্ষা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রকৃত পরীক্ষার্থী আবু সালেহ মোঃ রায়হান, পিতা: মোঃ বশির উদ্দীন, মাতা : সালেহ বেগম, গ্রাম : সাহবাজপুর, ডাক ঃ লাহিড়ী, থানা : বালিয়াডাংগি, জেলা : ঠাকুরগাঁও। তার স্থলে পরীক্ষা দিতে এসেছেন : উত্তম কুমার রায়, পিতা : নারায়ণ চন্দ্র রায়, জন্ম তারিখ : ১২-০৯-১৯৯৩। স্থায়ী বসবাস বনগাঁ, বুলিয়া বাজার, কাহারোল, দিনাজপুর। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র। বর্তমানে বসবাস মুরগীটোলা, গেন্ডারিয়া, ঢাকায়। তিনি ৮০০০ টাকায় চুক্তিবদ্ধ হয়ে অন্যের প্রক্সি দিতে এসেছিলেন বলে জানান। অন্য আরেকজন প্রকৃত পরীক্ষার্থী মোঃ আইন উদ্দিন, পিতা : মোঃ মনিরুজ্জামান, মাতা : মোসাঃ জয়বন বেগম, গ্রাম : বকনান্দা নামাপাড়া, ডাক ঃ যাদুর চর, থানা : রৌমারি, জেলা : কুড়িগ্রাম। তার স্থলে পরীক্ষা দিতে এসেছেন : মোঃ শাহজালাল, পিতা : মোঃ আবুল কালাম, জন্ম তারিখ: ১৫-০৭-১৯৮৯, স্থায়ী বাসস্থান নূর জাহান মঞ্জিল, ফতেহপুর, নোয়াখালী সদর, নোয়াখালী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিষয়ে এমবিএ অধ্যয়নরত। বঙ্গবন্ধু হলের ৩১২ কক্ষের আবাসিক ছাত্র। তিনি হলের সিনিয়র ভাইয়ের চাপে বাধ্য হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েন শাহজালাল। আটক ২ ভুয়া পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
×