ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপির রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ

প্রকাশিত: ০৯:০০, ২১ জানুয়ারি ২০১৭

বিএনপির রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ

বিডিনিউজ ॥ বিএনপির রাজনৈতিক ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে যে কথা এতদিন আওয়ামী লীগ নেতারা বলে আসছিলেন, সেই একই কথা ক্ষোভের সঙ্গে এক আলোচনা সভায় তুলে ধরলেন বিএনপির সাবেক ও বর্তমান তিন নেতা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার ওই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের উপস্থিতিতেই দলটির নতুন কমিটিতে পদ না পাওয়া একজন অভিযোগ করেন, এবার কমিটি করার সময় টাকা দিয়ে পদ পেয়েছেন অনেকে। বিএনপির গত কমিটির সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন বলেন, জান কোরবান করে যারা রাজপথে, তাদের মূল্যায়ন করা হয় না। মাঠে কি করলেন, রাজনৈতিক প্রজ্ঞা কি আছে, নেতৃত্বের প্রতি আনুগত্য আছে কিনা সেগুলো বিএনপিতে বিচার করা হচ্ছে না, বিচার করা হচ্ছে টাকা, শোনা যায় দেখি নাই। টাকা দিলে নাকি বিএনপিতে বড় বড় পদ পাওয়া যায়। আজকে কি বিএনপি আছে বলে মনে হয়? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, জাতীয় প্রেসক্লাব, ডিআরইউ ছাড়া বিএনপিকে কোথাও খুঁজে পাওয়া যায়? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সম্প্রতি এক অনুষ্ঠানে কটাক্ষ করে বলেন, বিএনপি কর্মসূচী দেয় কিন্তু নেতারা ঘরে শুয়ে শুয়ে হিন্দি সিরিয়াল দেখে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করতে গিয়ে মহিউদ্দিন খান মোহন সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর প্রসঙ্গ আনেন। আছেন একজন আবাসিক কাম সিনিয়র যুগ্ম-মহাসচিব, প্রতিদিন ব্রিফিং করতে হবে কেন? লোকজন এখন হাসিঠাট্টা করে। আওয়ামী লীগের লোকজন বলেন, বিএনপি মানে ব্রিফিং এ্যান্ড নিউজ পার্টি। ২০১৫ সালে ঢাকায় ‘অপহরণ’ নাটকীয়তার পর ভারতে আবির্ভূত হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিচারাধীন বিএনপি নেতা সালাহ উদ্দিনকে এবার যুগ্ম মহাসচিব থেকে পদোন্নতি দিয়ে স্থায়ী কমিটিতে আনা হয়েছে, যা নিয়ে আলোচনা সভায় ক্ষোভ প্রকাশ করেন মোহন। কয়েকদিন ভিডিও বার্তায় টেলিভিশনের মেসেজ দিয়ে অন্তর্ধান হয়ে শিলংয়ে গিয়ে উদয় হলেন, কোন যোগ্যতা নাই তারে বানিয়ে দিলেন স্থায়ী কমিটির সদস্য। ক্ষমতায় গেলে ঢাকা সিটির নাম পরিবর্তন করে ‘জিয়া সিটি’ করার ঘোষণা দেয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সমালোচনা করে মোহন বলেন, এর থেকে বালখিল্য কথা আর হয় না। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিক সিকদার বলেন, যারা ত্যাগী, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। এবার কেন্দ্রীয় কমিটি কেন ৬০০ সদস্যের হলো- সেই প্রশ্ন তুলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ নিলুফার চৌধুরী মনি বলেন, দলের মনোনয়ন না হয় বিক্রি হলো, সেটা আলাদা জিনিস। কিন্তু দলের পদ, মাকে যখন কেউ বাজারে বিক্রি করে সেই সংসার বলতে আর কিছু থাকে না। দলের নেতাকর্মীরা খুন, গুম হওয়ার পাশাপাশি দীর্ঘদিন জেলে থাকলেও কেন্দ্রীয় বড় নেতারা এ নিয়ে চুপ থাকছেন বলে অভিযোগ করেন মনি। বিএনপিতে বুদ্ধিবৃত্তিক রাজনীতি ও কৌশলগত দিকের ‘অভাব আছে’ মন্তব্য করেন সুকোমল বড়ুয়া। সবার বক্তব্য শুনে নোমান বলেন, রাজনৈতিক কারণে আলোচকবৃন্দ তাদের মনের মধ্যে যে দুঃখবেদনা তা প্রকাশ করেছেন। তাই এ্যাকাডেমিক লাইনে এই আলোচনা নিয়ে যেতে পারি নাই। যারা আলোচনা করেছেন, বিবেকের তাড়নায় তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
×