ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেনীর র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জল দস্যু ‘ভাইগ্না কালাম’ নিহত

প্রকাশিত: ০৮:৪৬, ২১ জানুয়ারি ২০১৭

ফেনীর র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জল দস্যু ‘ভাইগ্না  কালাম’ নিহত

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ২০ জানুয়ারি ॥ ফেনীর সোনাগাজীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু ভাইগ্না কালাম (৩৫)নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সোনাগাজী থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ফেনী সিপিসি-১’র টহল দল জানতে পারে জলদস্যু ভাগ্নে কালাম বাহিনীপ্রধান আবুল কালাম আজাদ ওরফে ভাইগ্না কালাম তার সঙ্গীদের নিয়ে অবস্থান করছে। র‌্যাব টহল টিম ঘটনাস্থলে গেলে জলদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টহল টিমের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ভাগ্নে কালাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় । বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের তিন সদস্য আহত হয়। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, একটি বিদেশী শটগান, একটি ওয়ান শূটারগান, ১১ রাউন্ড গুলিসহ বহু দেশী অস্ত্র উদ্ধার করেছে। ভাগ্নে কালাম দক্ষিণ চরদরবেশ এলাকার আবুল হাসেমের ছেলে। ভাগ্নে কালাম সোনগাজী উপজেলা যুবদলের স্থানীয় নেতা। সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবির জানান, তার বিরুদ্ধে হত্যা, ভোটের বাক্স লুটসহ বিশটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
×