ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঙ্গল শোভাযাত্রা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ

প্রকাশিত: ০৬:২১, ২১ জানুয়ারি ২০১৭

মঙ্গল শোভাযাত্রা নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ উপলপক্ষ প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে তা সম্প্রতি ইউনেস্কোর ইন্টার গবর্নমেন্টাল কমিটি অব আইসিএইচ কর্তৃক ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃত ও তালিকাভুক্ত হয়েছে। এ অসামান্য অর্জনকে আনুষ্ঠানিকভাবে উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ উপলক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে আজ শনিবার বিকেল ৩টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ হতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ পর্যন্ত যাবে। এতে অংশ নেবেন শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সংস্কৃতি মন্ত্রণালয় ও অঙ্গপ্রতিষ্ঠানসমূহের কমকর্তা-কর্মচারীগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শোভাযাত্রা শেষে বিকেল ৪টায় চারুকলার বকুলতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশের প্রথিতযশা ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেবেন। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশিষ্টশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
×