ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪০ বছরে পদাতিক নাট্য সংসদ

প্রকাশিত: ০৬:২১, ২১ জানুয়ারি ২০১৭

৪০ বছরে পদাতিক নাট্য সংসদ

স্টাফ রিপোর্টার ॥ অসংখ্য নন্দিত নাট্য প্রযোজনা উপহার দিয়েছে দেশের জনপ্রিয় নাট্য সংগঠন পদাতিক নাট্য সংসদ। ৩৯ বছর পূর্ণ করে ৪০ বছরে পদার্পণ করছে দেশের নন্দিত নাট্য সংগঠন পদাতিক নাট্য সংসদ। ১৯৭৮ সালের আজকের দিনে দলের যাত্রা শুরু হয়। যাত্রা শুরুর এই দিনটি উদযাপনের লক্ষ্যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাস সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বর মঞ্চে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দলটি। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৩টায় টিএসসিতে রয়েছে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে আবার টিএসসিতে এসে শেষ হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন বাংলাদেশ গ্রপি থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, বাংলাদেশ পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। বেলা সাড়ে তিনটা থেকে চলবে গণসঙ্গীত পরিবেশনা, পথনাটক মঞ্চায়ন, আবৃত্তি, নৃত্য পরিবেশনা। পাশাপাশি থাকছে নাটকের গান। বর্ণাঢ্য এই আয়োজনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
×