ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাঙলা নাট্যদলের জহির আলম নাট্যোৎসব

প্রকাশিত: ০৬:২০, ২১ জানুয়ারি ২০১৭

বাঙলা নাট্যদলের জহির  আলম নাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ বাঙলা নাট্যদলের প্রতিষ্ঠার দুই দশক উদযাপন উপলক্ষে দনিয়ার এ কে স্কুল এ্যান্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে তৃতীয়বার অনুষ্ঠিত হচ্ছে জহির আলম পথনাট্যোৎসব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে নাট্যোৎসবটি। জহির আলম দলের সভাপতি এবং দনিয়া এলাকার সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ ছিলেন। দল প্রধান আবিদ আহমেদ জানান অনুষ্ঠানের উদ্বোধনী দিন শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিম-লীর সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক নাট্যজন আহমেদ গিয়াস, দনিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহ আলম এবং দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ শাহনেওয়াজ। সভাতিত্ব করেন দলপ্রধান আবিদ আহমেদ। দলের সেক্রেটারি নাট্যকার ও নির্দেশক হ ম সহিদুজ্জামান জানান নাট্যোৎসবে অংশগ্রহণ করছে প্রাচ্যনাট, মৈত্রী থিয়েটার, নাট্যযাত্রা, হিরণ কিরণ থিয়েটার (মুন্সীগঞ্জ) এবং বাঙলা নাট্যদল। উৎসবে বাঙলা নাট্যদল তাদের দর্শকনন্দিত নাটক ‘তুই চোর’ নাটকের মঞ্চায়ন করবে। নাটকটি রচনা করেছেন নাসির আহমেদ ও নির্দেশনা দিয়েছেন আবিদ আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জামিল উদ্দিন লোটাস, আবিদ আহমেদ, সেলিম বহুরুপি, মেহজাবীন রাত্রি, নাসির আহমেদ, সুবর্ণা মীর, সৈয়দ পার্ল, শামিম চৌধুরী, রাজু হোসাইন, মিজান রহমান, মাসুদ তালুকদার।
×