ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অন্য রকম

প্রকাশিত: ০৬:১৯, ২১ জানুয়ারি ২০১৭

অন্য রকম

এগস অব কেজরিওয়াল দিল্লীতে অরবিন্দ কতটা জনপ্রিয়, তার পরীক্ষা ফের হবে আগামী বিধানসভা নির্বাচনে। তবে তার আগেই কিন্তু মার্কিন মুলুকে দারুণ জনপ্রিয় ‘কেজরিওয়ালের ডিম’ ওরফে ‘এগস অব কেজরিওয়াল’। তবে অরবিন্দ নন, এই নামের পেছনে রয়েছে দেবীপ্রসাদ কেজরিওয়াল নামে এক নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী। আর তার পেছনে রয়েছে বিচিত্র এক কাহিনী। এর নামেই ১৯৬০ সালে জন্ম নেয় ‘এগস অব কেজরিওয়াল’। শারীরিক সমস্যার কারণে ডিম খাওয়া বারণ ছিল দেবীপ্রসাদের। এদিকে তিনি ছিলেন দারুণ ডিমভক্ত। স্থানীয় উইলিংটন স্পোর্টস ক্লাবে এসে গল্ খেলার পরে তাই লুকিয়ে ডিম দিয়েই সারতেন সকালের খাবার। খেলার পরে ক্লাবের ওয়েটারদের বলে দিতেন ডিম, চিজ আর কাঁচা লঙ্কা দিয়ে নতুন এই খাবার কী করে বানাতে হবে। রাতারাতি দেবীপ্রসাদের ওই রেসিপি জনপ্রিয় হয়ে ওঠে। সে খাবারই খেতে শুরু করেন ক্লাবের অন্য সদস্যরা। সম্প্রতি একটি বিখ্যাত ফুড ব্লগের সমীক্ষায় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ১০টি খাবারের মধ্যে জায়গা করে নিয়েছে এ ‘এগস অব কেজরিওয়াল’। Ñইন্ডিয়ান এক্সপ্রেস সেরা মালিক লন্ডনের মানি. কো. ইউকে-এর প্রতিষ্ঠাতা ক্রিস মর্লিং তার অফিসের কর্মচারীদের জন্য এনেছেন নতুন ধরনের ‘ওয়ার্ক কালচার’। অফিসেই রয়েছে খাবার, জিম, যোগ ক্লাস, অফুরান বিয়ার। পাশাপাশি প্রতি শুক্রবার রয়েছে জমিয়ে পার্টি করার সুযোগ। প্রতি মাসে একবার করে এলাহী পার্টি। এতেই থেমে নেই ব্যাপারটি, ভাল কাজ করলে অফিস থেকেই খেলা দেখতে যাওয়া বা ঘুরতে যাওয়ার মতো সুযোগ দেয় অফিস। শুধু তাই নয়, ইচ্ছামতো শিফটে কাজ করতে আসার স্বাধীনতাও পান কর্মীরা। নিজের ৫০ জন কর্মচারীকে এ বিলাসবহুল জীবনের সুযোগ দেন ক্রিস। তার ধারণা, যে কর্মীরা নিজেদের জীবনের অর্ধেকাংশ অফিসে কাজের মাধ্যমে কাটিয়ে দিচ্ছেন তাদের এ সুবিধা পাওয়াটা বড় ব্যাপার নয় বরং এটা তাদের প্রাপ্য। পাশাপাশি ক্রিস এও মনে করেন, বিশ্বের অন্যান্য বসদেরও নিজেদের কর্মচারীদের নিয়ে ঠিক এমনটাই ভাবা উচিত। শুধু বর্তমানের কর্মচারীরাই নয়, তার ভবিষ্যতের কর্মচারীরাও এমন সুযোগ পাবেন বলে জানিয়ে দিয়েছেন ক্রিস। আর বসের এ অন্যরকম আতিথেয়তার জন্যই তাকে ব্রিটেনের সেরা মালিকের উপাধি দেয়া হয়েছে। কর্মীদের প্রচুর সুযোগ-সুবিধা দেয়ার পাশাপাশি কর্মীদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন ক্রিস। Ñমিরর
×