ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেলবোর্নে এবার ফুটপাথে গাড়ি তুলে দিয়ে তিনজনকে হত্যা

প্রকাশিত: ০৬:১৯, ২১ জানুয়ারি ২০১৭

মেলবোর্নে এবার ফুটপাথে গাড়ি তুলে দিয়ে  তিনজনকে হত্যা

অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী মেলবোর্নে একব্যক্তি ফুটপাথে পথচারীদের ওপর ইচ্ছা করে গাড়ি তুলে দেয়ার তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলেছে এর সঙ্গে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই। খবর বিবিসি/ ইয়াহু নিউজের। পুলিশ জানায়, এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার স্টুয়ার্ট বেটসন বলেন, ওই ঘটনার সঙ্গে সন্ত্রাসের কোন সম্পর্ক নেই বলে ধারণা করা হচ্ছে। বেটসন সাংবাদিকদের জানান, নগরীর ব্যস্ত বিপণী এলাকা বুর্কে সেন্ট মলে স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টার (গিনিচ মান সময় ৩টা) কিছু আগে এ ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান মিডিয়ায় ভিডিও ফুটেজে দেখা যায়, মেরুন রংয়ের একটি গাড়ি নিকটের ফ্লিন্ডারস স্ট্রিট রেলওয়ে স্টেশনের সামনে বৃত্তাকারে ঘুরে অস্থিরভাবে ফুটপাথে উঠিয়ে দেয়া হচ্ছে। ভিক্টোরিয়ার সাবেক পুলিশ প্রধান ক্রিস্টিন নিক্সন বলেন, তিনি ঘবটনাস্থলে একটি প্র্যাম গাড়ি উল্টানো অবস্থায় দেখতে পান।
×