ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় ৮০ আইএস জঙ্গী নিহত

প্রকাশিত: ০৬:১৯, ২১ জানুয়ারি ২০১৭

লিবিয়ায় মার্কিন বিমান হামলায়  ৮০ আইএস  জঙ্গী নিহত

লিবিয়ার ইসলামিক স্টেটের (আইএস) সাবেক ঘাঁটি সির্তের বাইরে জঙ্গীগোষ্ঠীটির শিবিরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৮০ জনেরও বেশি জঙ্গী নিহত হয়েছেন। নিহতদের একটি অংশ ইউরোপে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছিল, বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর ইয়াহু নিউজের। ওইদিন পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার বলেন, ‘আইএসআইএলের (আইএস) বিদেশী চক্রান্তকারীদের বিরুদ্ধে বিমান হামলাটি চালানো হয়েছে। ‘তারা নিশ্চিতভাবেই ওইসব লোকজন যারা ইউরোপে হামলা চালানোর পরিকল্পনা করছিল। এমনকি ইউরোপে হওয়া কিছু হামলার সঙ্গেও তারা হয়তো জড়িত ছিল।’ বুধবার রাতে চালানো এ হামলায় দুটি বি-টু স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিজৌরির হোয়াইম্যান বিমান ঘাঁটি থেকে রওনা হয়ে বি-টু দুটি লিবিয়ায় হামলা চালিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যায়।
×