ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেক্সিকোর মাদক সম্রাট গুজমানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর

প্রকাশিত: ০৬:১৮, ২১ জানুয়ারি ২০১৭

মেক্সিকোর মাদক সম্রাট  গুজমানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর

মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজমানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকো সরকার একথা জানায়। মেক্সিকোর সুইদাদ জুয়ারেজ থেকে একটি বিমানে করে তাকে নিউইয়র্কে আনা হয়। -এএফপি গুজমান হচ্ছেন দেশটির মাদক পাচার ও চোরাকারবারির অভিযোগের তালিকাভুক্ত আসামি। যুক্তরাষ্ট্রে তার যাবজ্জীবন কারাদ- হতে পারে। সিনালোয়া মাদক ব্যবসায়ী চক্রের এ নেতাকে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের পক্ষ থেকেও ফেরত পাঠানোর অনুরোধ জানান হয়। গত বছর সুইদাদ জুয়ারেজের একটি কারাগারে তাকে স্থানান্তর করা হলেও ওই সময় কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর পূর্বাভাস দিতে অস্বীকৃতি জানিয়েছিল। উল্লেখ্য, টেক্সাসের এল পাসোর সীমান্ত বরাবর সুইদাদ জুয়ারেজের অবস্থান। গুজমান মেক্সিকোতে থেকে যাওয়ার ব্যাপারে আইনি লড়াই চালিয়ে আসলেও তার আবেদন নাকচ করে দেয়া হয়। এর আগে মেক্সিকোর কঠোর নিরাপত্তা বেষ্টিত দু’টি কারাগার ভাঙ্গার ঘটনায় গুজমানকে তীক্ষè নজরদারির মধ্যে রাখা হয়।
×