ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবাধিকার নিশ্চিত করলেই যুক্তরাষ্ট্র যাবেন এ্যাসাঞ্জ

প্রকাশিত: ০৬:১৮, ২১ জানুয়ারি ২০১৭

মানবাধিকার নিশ্চিত  করলেই যুক্তরাষ্ট্র  যাবেন এ্যাসাঞ্জ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে তার আত্মসমর্পণ অঙ্গীকার থেকে সরে আসলেন। তিনি তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, যদি তার মানবাধিকার নিশ্চিত করা হয় তাহলে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। উইকিলিকস বুধবার এ খবর জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এএফপি। গোপন সরকারী নথিপত্র ফাঁস করে দেয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত মার্কিন সেনা চেলসি ম্যানিংয়ের মুক্তির বিনিময়ে এ্যাসাঞ্জ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে তার আত্মসমর্পণের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি প্রেসিডেন্ট বারাক ওবামা ম্যানিংকে ক্ষমা করে দিয়ে মুক্তি দেয়, তাহলে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করবেন। এরপরই ওবামা মঙ্গলবার ম্যানিংকে মুক্তি দেয়ার নিশ্চয়তা দেন ও তার সাজা ৩০ বছর কমিয়ে এনে মে মাসে তার মুক্তির তারিখ নির্ধারণ করেছেন। তবে এ্যাসাঞ্জের আইনজীবীরা বলেছেন, এটি যথেষ্ট নয়। উইকিলিকস জানায়, যদি এ্যাসাঞ্জের মানবাধিকার নিশ্চিত করা হয় তাহলে তিনি তদন্তের মুখোমুখি হতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন। যুক্তরাষ্ট্রে উইকিলিকসের প্রধান ব্যারি পোলক বলেছেন, ওবামা যা করেছেন তা যে এ্যাসাঞ্জ চাননি তাতে কোন সন্দেহ নেই। তিনি বলেন, এ্যাসাঞ্জ চেয়েছেন যে, কখনও ম্যানিংয়ের বিচার করা যাবে না, তাকে কয়েক দশকের কারাদ- দেয়া যাবে এবং তাকে দ্রুত মুক্তি দেয়া উচিত।
×