ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১২ ফেব্রুয়ারি কর্ণফুলী পানি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৬, ২১ জানুয়ারি ২০১৭

১২ ফেব্রুয়ারি কর্ণফুলী পানি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম ওয়াসার ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের’ (ফ্রেজ-১) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১২ ফেব্রুয়ারি এ প্রকল্পের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. কে. এম. ফজলুল্লাহ জানান, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প আগামী ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আশা করছি, নগরীতেই এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওয়াসা সূত্র জানায়, ২০১৬ সালের নবেম্বর মাসের শুরু থেকে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প থেকে পানি সরবরাহ শুরু করে চট্টগ্রাম ওয়াসা। দৈনিক ১৪ কোটি লিটার উৎপাদনের প্রকল্পটি থেকে বর্তমানে নগরীতে দৈনিক গড়ে ১২ কোটি লিটার পানি দেয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ করার প্রায় দুই মাস পর চট্টগ্রাম শহরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন। দৈনিক ১৪ কোটি লিটার ক্ষমতাসম্পন্ন কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয় ২০১১ সালে। জাপানের জাইকা, বাংলাদেশ সরকার ও ওয়াসার যৌথ অর্থায়নে ১ হাজার ৮৪৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এর মধ্যে জাইকা ৯৪০ কোটি ৩০ লাখ টাকা, বাংলাদেশ সরকার ৮৮৪ কোটি ২২ লাখ এবং চট্টগ্রাম ওয়াসা ২৪ কোটি টাকা অর্থায়ন করে। প্রকল্পের অধীনে ৬৯ কিলোমিটার ট্রান্সমিশন ও ডিট্রিবিউশন পাইপলাইন এবং তিনটি জলাধার নির্মাণ করেছে ওয়াসা। প্রসঙ্গত, নগরীতে বর্তমানে ওয়াসার পানির চাহিদা দৈনিক ৫০ কোটি লিটার। কিন্তু ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ২০ কোটি লিটার পানি সরবরাহ করতে পারত চট্টগ্রাম ওয়াসা। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প চালুর পর থেকে পানির উৎপাদন নতুন করে আরও ১৪ কোটি লিটার বেড়ে যায়। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন হচ্ছে প্রায় ৩৩ কোটি লিটার।
×