ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশিত: ০৬:১৪, ২১ জানুয়ারি ২০১৭

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২০ জানুয়ারি ॥ শপথের তিন দিন পরই আয়োজন করা হয় বাল্যবিয়ের। খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। অতপর মুচলেকা নিয়ে বন্ধ করে দেন বাল্যবিয়ে। শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলা বারপাড়া ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। কনে সোনিয়া আক্তার বারপাড়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও দুর্ঘাপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে। জানা যায়, উপজেলা বারপাড়া বালিকা বিদ্যালয়ে তিন দিন আগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ আফরোজ এক অনুষ্ঠানে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেন ও বিদ্যালয়ের সব ছাত্রীদের বাল্যবিয়ে করবে না বলে শপথ বাক্য পাঠ করান। এর তিন দিন পরই আজ শুক্রবার দুর্ঘাপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে বারপাড়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তারের বিয়ের আয়োজন চলছিল নিজ গ্রামে। বর পাশের উপজেলা মতলবের উত্তর কালিপুর গ্রামের শাকিল আহমেদ আসার পূবেই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। উপস্থিত স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মেয়ের মা মমতাজ বেগম থেকে মুচলেকা নিয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ করে দেন।
×