ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বখাটের হুমকিতে ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

প্রকাশিত: ০৬:১৪, ২১ জানুয়ারি ২০১৭

বখাটের হুমকিতে ছাত্রীর মাদ্রাসায়  যাওয়া বন্ধ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ জানুয়ারি ॥ বাউফলের কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামের নবম শ্রেণীর ছাত্রী মনিরা আখতার (১৪) স্থানীয় এক বখাটের রোষানলে পড়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ওই ছাত্রী ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছে। ছাত্রীটির মা নুরজাহান বেগম অভিযোগ করেন, একই গ্রামের মৃত আযনালী খানের ছেলে ও তিন সন্তানের জনক আবদুর রব খান তার মেয়ে মনিরাকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছে। গত ১৫-২০ দিন ধরে তিনি মুনিরাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। এ প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক তাকে তুলে নিয়ে সম্ভ্রমহানী করা হবে বলে হুমকি দিলে তার মেয়ে ২ জানুয়ারি থেকে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। এ বিষয়টি লিখিতভাবে মাদ্রাসার সুপার (নারায়ণপাশা দাখিল মাদ্রাসা) বশির উদ্দিনকে অবহিত করলেও তিনি কোন ব্যবস্থা নেননি। পরে নিরূপায় হয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি মেয়েকে নিয়ে বাউফলের ইউএও’র কাছে এসে লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
×