ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত তিন ॥ আহত ৩২

প্রকাশিত: ০৬:১৩, ২১ জানুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত তিন ॥ আহত ৩২

জনকণ্ঠ ডেস্ক ॥ নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরে একযাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ট্রাকচাপায় বান্দরবানে মোটরসাইকেল চালক নিহত ও দুই আরোহী আহত এবং মাগুরায় এক নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। দিনাজপুর ॥ সড়ক দুর্ঘটনায় নৈশকোচের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। বৃহস্পতিবার রাত ৯টায় বীরগঞ্জ উপজেলার পৌর ভবনের সামনের সড়কে বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী নৈশকোচ কর্ণফুলী এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে কোচের যাত্রী সিরাজুল ইসলাম নিহত হন। নিহত সিরাজুল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ দিঘলপুখুরী গ্রামের বাসিন্দা। বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাছ আহমদ জানান, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। কোচের আহত ৩০ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বান্দারবান ॥ সদর উপজেলার গুংগুরুপাড়া এলাকায় ব্রিক ফিল্ডের ইট বোঝাই ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত এবং আরও দুই আরোহী আহত হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে সদর উপজেলার গুংগুরুপাড়া এলাকায় এবিসি ব্রিক ফিল্ডের ইট বোঝাই একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয় এ সময় ঘটনাস্থলেই চালক জসিম উদ্দিন নিহত হয় এবং আরোহী আমির হোসেন ও আলম গুরুতর আহত হয়। নিহতের লাশ ও আহত দুইজনকে স্থানীয়রা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত ডাক্তার আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাগুরা ॥ বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় কমলা রানী বিশ্বাস (৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। তার বাড়ি শালিখার চুকিনগর গ্রামে । জানা গেছে, আড়পাড়াÑকালীগঞ্জ সড়কের চুকিনগরে রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।
×