ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ০৬:১২, ২১ জানুয়ারি ২০১৭

রাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বায়োইনফর্মেটিক এ্যান্ড বায়োস্ট্যাটিস্্টিকস্্ ফর এগ্রিকালচার, হেলথ এ্যান্ড এনভায়রনমেন্ট’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। পরিসংখ্যান বিভাগ ও বিবিসিবিএ’র উদ্যোগে শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ ইউজিসির সদস্য অধ্যাপক ইউসুফ আলী মোল্লা, বিসিএএসের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আতিক রহমান, রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, হেকেপের প্রজেক্ট ডিরেক্টর ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, বিশ্বব্যাংকের সিনিয়র অফিসার ড. মোখলেসুর রহমান প্রমুখ।
×