ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে সাময়িক বন্ধ নর্থ বেঙ্গল সুগার মিল

প্রকাশিত: ০৬:১২, ২১ জানুয়ারি ২০১৭

বকেয়া বেতনের দাবিতে সাময়িক বন্ধ নর্থ বেঙ্গল সুগার মিল

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ জানুয়ারি ॥ ওভার টাইমের বিল কর্তনের প্রতিবাদ ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইক্ষু বিভাগের কর্মচারীদের কর্মবিরতির কারণে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি আখ মাড়াই মৌসুম সাময়িক বন্ধ রয়েছে। যার ফলে সাময়িকভাবে চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার বেলা ১২টা থেকে মিলের বহিঃবিভাগের ইক্ষু বিভাগের কর্মচারীরা বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই কর্মবিরতি শুরু করেন। এর পর থেকেই মিলে আখ সরবরাহের অভাব দেখা দেয় এবং মিলটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। মিল কর্তৃপক্ষ বলছে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে মিল পুনরায় চালু করা হবে। নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক আব্দুল আজিজ জানান, নতুন গেজেটে ওভার টাইমের বিল কর্তনের প্রতিবাদ, বকেয়া বেতন পরিশোধ ও বেতন-ভাতা বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে ইক্ষু ক্রয় কেন্দ্রগুলোতে আখের ওজন নেয়া বন্ধ করে দেয় ওই বিভাগের কর্মচারীরা। তবে মিলে মজুদকৃত আখ দিয়ে মিলের অভ্যন্তরীণ কর্মচারীরা উৎপাদন চালিয়ে যায়। পরে বেলা ১২টার দিকে আখ সরবরাহের অভাবে মিল বন্ধ করে দেয়া হয়।
×