ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন মাসেও উদ্ঘাটন হয়নি রাবি ছাত্র লিপু হত্যার রহস্য

প্রকাশিত: ০৬:১২, ২১ জানুয়ারি ২০১৭

তিন মাসেও উদ্ঘাটন হয়নি রাবি ছাত্র লিপু হত্যার রহস্য

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যার রহস্য তিন মাসেও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে লিপুর পরিবার ও সহপাঠীরা। গত বছরের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে উদ্ধার করা হয় লিপুর লাশ। পুলিশ এবং ময়নাতদন্তকারী চিকিৎসক লিপুকে হত্যা করা হয়েছে বলে জানায়। এ ঘটনায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে আটক করে পুলিশ। ওইদিন বিকেলে লিপুর চাচা মোঃ বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পর লিপুর সহপাঠীরা জানায়, চাকরির পরীক্ষায় প্রক্সি জালিয়াতির ঘটনায় একটি জালিয়াত চক্র লিপুকে হুমকি দিত। জানা যায়, হত্যাকা-ের কিছুদিন পর তার কয়েক সহপাঠীকে লতিফ হলের প্রধান ফটকে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজ দেখায় র‌্যাব। ফুটেজ থেকে কাউকে চিনতে পারছে কিনা তা লিপুর সহপাঠীদের কাছ থেকে জানতে চাওয়া হয়। কিন্তু লিপুর সহপাঠীরা কাউকে চিনতে পারেনি। তবে লিপুর সহপাঠীদের দাবি, ভিডিও ফুটেজ ভালভাবে পর্যবেক্ষণ করে তদন্ত করলে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এদিকে ছেলে হত্যার বিচার দেখার জন্য অধীর প্রতীক্ষায় আছেন লিপুর মা হোসনে আরা বেগম। তিনি বলেন, আমি শুধু এটুকুই চাই আমার ছেলে হত্যার বিচার যেন পাই। মামলার সার্বিক বিষয়ে তদন্ত কর্মকর্তা নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুব আলম বলেন, লিপুর রুমমেট মনিরুলের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্যগুলো ধরে মামলার তদন্ত চলছে। তবে মনিরুল এখন জামিনে আছে। তাকে আবার জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে। আশা করছি আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।
×