ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বদরগঞ্জ নাগেরহাট সড়ক বেহাল ॥ দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত: ০৬:১১, ২১ জানুয়ারি ২০১৭

বদরগঞ্জ নাগেরহাট সড়ক বেহাল ॥ দুর্ভোগে এলাকাবাসী

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২০ জানুয়ারি ॥ বদরগঞ্জ-নাগেরহাট সড়ক বেহাল। প্রায় এক যুগ ধরে, পাকা সড়কটি অচলাবস্থা বিরাজ করলেও সংস্কারে কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ সড়কের ওপর দিয়ে অবিরাম ছুটে চলেছে ছোট, বড় ও মাঝারি যানবাহন। যার ফলে, প্রতিনিয়ত ঘটেই চলেছে দুর্ঘটনার মতো কিছু অনাকাক্সিক্ষত ঘটনা। শুক্রবার সরেজমিনে ঘুরে ১৮ কিলোমিটার রাস্তাটির বাস্তব চিত্র চোখে পড়ে। প্রায় এক যুগ পূর্বে নির্মিত সড়কটির অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ছোট ও বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সড়কের ধারে যানবাহনের প্রচ- চাপে সড়কটি ভেঙ্গে চুরে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে বিকল্প কোন সড়ক না থাকায় সাধারণ মানুষ তাদের নিত্যনৈমিত্তিক প্রয়োজনে দিন-রাত ভাঙ্গাচোরা সড়কের উপর দিয়েই এভাবেই চলাচল করছেন। অন্যদিকে ক্ষতিগ্রস্ত সড়কটির কারণে বদরগঞ্জ ও পাশর্^বর্তী দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থার খুবই খারাপ অবস্থা। অভিযোগ রয়েছে, জেলা সড়ক ও জনপদের কর্মকর্তারা গত একযুগ ধরে রাস্তাটি সংস্কারের জন্য আশ্বাস দিয়ে এলেও অদ্যাবধি তার বাস্তব প্রতিফলন ঘটেনি। যোগাযোগ করলে দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুতালেব সরকার জানান, আগামী মাসের মধ্যে সড়কটি সংস্কার করার উদ্যোগ নেয়া হবে।
×