ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অগ্রযাত্রায় শরিক হোন ॥ শীর্ষ আইসিটি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৭, ২১ জানুয়ারি ২০১৭

অগ্রযাত্রায় শরিক হোন ॥ শীর্ষ আইসিটি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রযাত্রায় সঙ্গী হতে আইসিটির শীর্ষ উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বৃহস্পতিবার বিকেলে জ্যাকবশর্ন এলাকায় শেরাটন হোটেলে এক আলোচনায় এ আহ্বান জানান তিনি। ‘ডিজিটাল লিডারস পলিসি মিটিং অন জবস’ শিরোনামের ওই আলোচনায় বিশেষ অতিথি হিসেবে প্যানেল আলোচক ছিলেন শেখ হাসিনা। তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় ২০০৯ সালে ক্ষমতায় এসে অনেক উন্নয়ন চ্যালেঞ্জ সত্ত্বেও ‘ডিজিটাল বাংলাদেশ’র লক্ষ্য নির্ধারণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের লাখ লাখ তরুণকে সর্বাধুনিক প্রযুক্তি ও জ্ঞানের সঙ্গে পরিচয় করিয়ে আইসিটিতে দক্ষ করে তোলার লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। “আমাদের সমাজের বিভিন্ন স্তরের পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে জ্ঞান ও প্রযুক্তির ব্যবধান ঘোচানোর লক্ষ্য ছিল আমাদের।” শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ ১০ থেকে ২৪ বছরের মধ্যে। আগামী অন্তত তিন দশক বাংলাদেশের তরুণ জনশক্তি থাকবে। “আমাদের জনগণ যে কোন কিছু সহজে গ্রহণ করে এবং আইসিটিসহ যে কোন প্রযুক্তিকে খুব ভালভাবে মানিয়ে নেয়। আজকে বিশ্বের দশম সর্বাধিক মোবাইল গ্রাহক বাংলাদেশের। ছয় কোটির বেশি মানুষ অনলাইনে, যাদের অধিকাংশই স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত।” মানবসম্পদ উন্নয়ন, কার্যকরভাবে জটিল সেবা প্রদান এবং জ্ঞান-দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে যথাযথ সেতুবন্ধ তৈরির কৌশল নিয়ে তথ্য-প্রযুক্তি খাতে কাজ করছে সরকার। ‘আইসিটি ফর এডুকেশন’-এর উপর গুরুত্ব দিয়ে শিক্ষায় তথ্য-প্রযুক্তি নিয়ে জাতীয় রূপরেখা প্রণয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল লার্নিং কনটেন্টের মধ্য দিয়ে শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ হচ্ছে। এর দৃষ্টান্ত হিসেবে মাধ্যমিকে ২৩ হাজারের বেশি মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকার কথা জানান তিনি। প্রাথমিকেও ১৪ হাজারের মতো মাল্টিমিডিয়া ক্লাসরুম করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ‘টিচার্স পোর্টাল’ নামে অনন্য একটি সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশের দেড় লাখের মতো শিক্ষকের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে নয় লাখ শিক্ষকের সবাইকে এখানে আনার লক্ষ্যে কাজ চলছে। এর মধ্য দিয়ে তারা কনটেন্ট, সমস্যার সমাধানে নিজেদের ‘আইডিয়া’ বিনিময় করতে পারবে। ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপথ’ গড়ে তুলতে কাজ চলার কথাও উল্লেখ করেন তিনি। এখন কাজের ধরনের পরিবর্তন ও বাজার বিশ্লেষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নে জোর দেয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণ ও সেবা খাতকে বিবেচনায় নেয়া হচ্ছে বলে জানান তিনি।
×