ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে রুমানাদের করুণ হার

প্রকাশিত: ০৬:০০, ২১ জানুয়ারি ২০১৭

শেষ ম্যাচে রুমানাদের করুণ হার

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ ওয়ানডেতেই দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে ৩-১ ব্যবধানে ওয়ালটন উইমেন্স ওয়ানডে সিরিজ হার হয়ে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পঞ্চম ওয়ানডেতে এসে সেই হারের ব্যবধান কমাবে কি, উল্টো করুণ হার হয়েছে রুমানাদের। ৬৮ রানে অলআউট হয়ে, ২৪০ বল থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজে ৪-১ ব্যবধানে হারও হয়েছে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ এ ম্যাচটিতে টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এতটা করুণদশা হয় যে ৩৬.৩ ওভারে ৬৮ রান করতেই গুটিয়ে যায়। ওপেনার শারমিন সুলতানা (১৩) ও মিডল অর্ডার ব্যাটার নিগার সুলতানা (১০) ছাড়া আর কোন ব্যাটারই দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। পেসার ওডিন কারস্টেন (৪/১০) ও মার্শি লেতসোয়ালো (৩/১৩) মিলে এমন বিধ্বংসী বোলিং করেছেন যে মুহূর্তেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষ ম্যাচে জয়ের সর্বোচ্চ চেষ্টা থাকবে কি, উল্টো এমন বেহাল দশা হয়েছে। বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পরই বোঝা গেছে, সহজ জয়ই পেতে যাচ্ছে প্রোটিয়ারা। সফরকারীরা শেষ পর্যন্ত ওপেনার লিজেল লি’র ৩৭ রান, মিগনন প্রিজের অপরাজিত ৯ ও ট্রায়ানের অপরাজিত ১৩ রানে ২ উইকেট হারিয়ে ১০ ওভারে ৬৯ রান করে ম্যাচ জিতে যায়। বাংলাদেশ নারী দল যে নিজেদের ইতিহাসের সবচেয়ে কম (৬০ রানে) ২০১২ সালে গুটিয়ে গিয়েছিল, সেই ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকাই। সেবারও প্রথমবারের মতো দুই দল সিরিজ খেলে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে এমন লজ্জায় ফেলে। এবারও সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে এসে আবারও লজ্জাই দিল। স্কোর ॥ বাংলাদেশ ইনিংস ৬৮/১০; ৩৬.৩ ওভার (শারমিন সুলতানা ১৩, শারমিন আখতার ৪, শায়লা ০, রুমানা ৯, নিগার ১০, সালমা ৩, ফারজানা ০, লতা ০, জাহানারা ৪, পান্না ৮*, কুবরা ৭; কারস্টেন ৪/১০, লেতসোয়ালো ৩/১৩, ফুরি ২/২২, নিকার্ক ১/২)। দক্ষিণ আফ্রিকা ইনিংস ৬৯/২; ১০ ওভার (লি ৩৭, স্টেইন ৯, প্রিজ ৯*, ট্রায়ন ১৩*; রুমানা ১/১৩, সালমা ১/১৯)। ফল ॥ বাংলাদেশ ৮ উইকেটে পরাজিত। সিরিজ ॥ বাংলাদেশ ৪-১-এ পরাজিত। ম্যাচসেরা ॥ ওডিন কারস্টেন (দক্ষিণ আফ্রিকা)। সিরিজসেরা ॥ লিজেল লি (দক্ষিণ আফ্রিকা)।
×