ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেষ ষোলোতে ভেনাস-কারবার

প্রকাশিত: ০৫:৫৯, ২১ জানুয়ারি ২০১৭

শেষ ষোলোতে  ভেনাস-কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন জিতেই পাদপ্রদীপের আলোয় উঠে আসেন এ্যাঞ্জেলিক কারবার। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও দারুণভাবে ছুটছেন তিনি। দাপুটে জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতেও জায়গা করে নিয়েছেন জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকার পথে হেঁটেছেন ভেনাস উইলিয়ামসও। এক ঘণ্টারও কম সময়ে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে শেষ ষোলোর টিকেট কাটেন তারা। এ্যাঞ্জেলিক কারবার এবং ভেনাস উইলিয়ামস ছাড়াও এদিন তৃতীয় পর্বের বাধা পেরিয়েছেন রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা, সভেতলনা কুজনেতসোভা এবং রোমানিয়ার সোরানা চিরস্টিয়া। তবে সমর্থকদের হতাশ করেছেন ইউজেনি বাউচার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডেওয়েগের কাছে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন কানাডিয়ান এই টেনিস তারকা। মেলবোর্ন পার্কে চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভাকে প্রথম সেটেই ৬-০ গেমে উড়িয়ে দেন কারবার। সময় নেন মাত্র ২০ মিনিট। দ্বিতীয় সেটে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন টুর্নামেন্টের শীর্ষ বাছাই। কিন্তু শেষ রক্ষা হয়নি ২৪ বছর বয়সী পিসকোভার। ৬-৪ গেমের জয় নিয়ে কোর্ট ছাড়েন কারবার। কোয়ার্টার ফাইনাল নির্ধারণীতে জার্মান তারকার সামনে বাধা এখন যুক্তরাষ্ট্রের কোকো ভেন্ডেওয়েগে। যিনি কানাডিয়ান তরুণী ইউজেনি বাউচার্ডের বিপক্ষে ৬-৪, ৩-৬, ৭-৫ গেমের কষ্টার্জিত জয় পান। তৃতীয় রাউন্ডের অপর ম্যাচে সাবেক বিশ্বসেরা ভেনাসের সামনে দাঁড়াতেই পারেননি চীনের ডুয়ান ইঙ্গইং। ৬-১, ৬-০ গেমের উড়ন্ত জয়ে কোর্ট ছাড়েন ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান তরুণী এ্যাশলেগ বার্টি ও জার্মানির মোনা বার্থেলের মধ্যকার বিজয়ী।
×