ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শততম ম্যাচে রবিনহো

প্রকাশিত: ০৫:৫৯, ২১ জানুয়ারি ২০১৭

শততম ম্যাচে রবিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৫ জানুয়ারি এক প্রীতিম্যাচে কলম্বিয়াকে আতিথ্য জানাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যে ম্যাচের অর্থ প্রদান করা হবে বিমান দুর্ঘটনায় নিহত চাপেকোয়েন্সের খেলোয়াড়দের পরিবারকে। আর এই ম্যাচের জন্যই ব্রাজিল দলে ডাক পেয়েছেন রবিনহো। কলম্বিয়ার বিপক্ষে খেলার সুযোগ পেলে সাবেক রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারের জন্য তা হবে জাতীয় দলের হয়ে ১০০তম ম্যাচ। ৩২ বছর বয়সী রবিনহো ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলে লজ্জাজনকভাবে হেরেছিল সেলেসাওরা। এরপর প্রায় দুই বছর সেলেসাওদের হয়ে আর খেলার সুযোগ পাননি তিনি। দীর্ঘদিন পর আবারও কপাল খুলল তার। জাতীয় দলে ডাক পেয়ে দারুণ রোমাঞ্চিত সাবেক ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলার। তবে কাকতালীয় ব্যাপার হলো ব্রাজিল যেদিন কলম্বিয়ার মুখোমুখি হবে সেদিনই ৩৩ বছরে পা রাখবেন রবিনহো। আর নিজের জন্মদিনে ব্রাজিলের হয়ে শততম ম্যাচ খেলতে পারাটাকে সম্মানের বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে রবিনহো লিখেন, ‘আমার জন্মদিনে সেলেসাওদের জার্সিতে খেলতে পারাটা অনেক বড় উপহার এবং সম্মানেরও। সেজন্য সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।’ বিশ্বফুটবলে যে ক’জন প্রতিভাবান ফরোয়ার্ড রয়েছেন তাদের মধ্যে রবিনহো অন্যতম। ২০০২ সালে স্বদেশী ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেন তিনি। সে সময়ই তার পারফর্মেন্সে মুগ্ধ হয়ে রবিনহোকে দলে টেনে নেয় স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। তিন বছর লা লিগায় খেলার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নতুন করে ঠিকানা গড়েন ম্যানচেস্টার সিটিতে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ২০১০ সালে লোনে নিজের দেশের ক্লাব সান্তোসে ফিরে যান ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপে অংশগ্রহণ করা এই ফরোয়ার্ড। কিন্তু তারপরও নিজেকে স্বরূপে ফেরার লড়াই চালিয়ে যান রবিনহো। লা লিগা, প্রিমিয়ার লীগের পর নতুন করে ঠিকানা গড়েন ইতালিয়ান সিরি’এ লীগে। চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়েই ক্যারিয়ারের পাঁচটি বছর পার করেন মিলানে। ইউরোপিয়ান ফুটবলের মায়া ভুলে গত বছর আবারও স্বদেশী ক্লাব এ্যাটলেটিকো মিনেইরোতে যোগ দেন রবিনহো। কয়েকদিন পরই তেত্রিশে পা দিতে যাওয়া এখনও আক্রমণ ভাগে দুর্দান্ত। যে কারণেই তার পারফর্মেন্সে মুগ্ধ হয়ে দলে ডেকেছেন ব্রাজিলের নতুন কোচ তিতে। এ্যাঞ্জেলিক কারবার
×