ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসির মিথ্যা সাক্ষাতকার নিয়ে হৈচৈ

রোনাল্ডোকে বিক্রির পাঁয়তারা রিয়ালের?

প্রকাশিত: ০৫:৫৯, ২১ জানুয়ারি ২০১৭

রোনাল্ডোকে বিক্রির পাঁয়তারা রিয়ালের?

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে এরচেয়ে ভাল বছর খুব একটা নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০১৬ সালে ঈশ্বর তাকে দু’হাত ভরে দিয়েছেন। একের পর এক সাফল্যে ভেসেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। ডিসেম্বরে জাপান থেকে জিতে নিয়েছেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। ফাইনালে করেছেন চোখ ধাঁধানো হ্যাটট্রিক। জিতে নিয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এরআগে রিয়ালকে জিতিয়েছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও উয়েফা সুপার কাপের ট্রফি। নিজ দেশ পর্তুগালকে প্রথমবারের মতো উপহার দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। এসবের স্বীকৃতিস্বরূপ ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন সি আর সেভেন। নতুন বছরের শুরুতে জিতে নিয়েছেন ফিফা বর্ষসেরার খেতাবও। গেল বছরেই রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। অথচ এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে, রোনাল্ডোকে নাকি বিক্রি করে দিতে পারে রিয়াল। স্বয়ং রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ নাকি বলেছেন, আগামী মৌসুমে প্রয়োজন হলে সি আর সেভেনকে বিক্রি করে দেয়া হবে। স্প্যানিশ এক ক্রীড়া ম্যাগাজিনে এমন বোমা ফাটানো সংবাদ এসেছে। গত বছরের নবেম্বরে রিয়ালের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেন ৩১ বছর বয়সী রোনাল্ডো। ওই চুক্তির ফলে সান্টিয়াগো বার্নাব্যুতে ২০২১ সাল পর্যন্ত থাকার কথা সি আর সেভেনের। ততোদিনে পর্তুগীজ মহাতারকার বয়স হবে ৩৬ বছর। কিন্তু এখন শোনা যাচ্ছে, ততদিন হয়ত বার্নাব্যুতে নাও থাকা হতে পারে ফিফাসেরা তারকার। কারণ রিয়াল সভাপতি নাকি ইতোমধ্যেই রোনাল্ডোকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। পেরেজ বর্তমান ফিফা বর্ষসেরা ফুটবলারকে চীনের কোন দলের কাছে বিক্রি করতে চান। এরপর মাডেইরার যুবরাজ তার ক্যারিয়ারের শেষটা মার্কিন মুলুকের এমএলএসে ইতি টানতে পারবেন। যেটা তার ক্যারিয়ারের অন্যতম লক্ষ্য। তবে এমন খবরকে ভিত্তিহীন বলে মনে করছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এদিকে লিওনেল মেসির এক সাক্ষাতকার নিয়ে শোরগোল সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়েছে, বার্সিলোনা তারকা নাকি সাক্ষাতকারই দেননি, অথচ তার উদ্ধৃতি দিয়ে সাক্ষাতকার ছাপা হয়েছে। ব্রিটিশ ম্যাগাজিন ‘কোচ’কে উদ্ধৃতি করে মেসির সাক্ষাতকার সম্প্রতি ছাপা হয়েছে। সেই ম্যাগাজিনে নিজের ক্যারিয়ার, কোচ, প্রতিপক্ষ ও দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলেন মেসি। তবে এমন কোন সাক্ষাতকারের কথা উড়িয়ে দিয়েছেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। বার্সিলোনা থেকে প্রকাশিত মুন্ডো ডেপোটির্ভো পত্রিকাকে তিনি বলেন, এ ধরনের কোন সাক্ষাতকার কখনই দেয়নি মেসি। এটিই পুরোই মিথ্যা ও বানোয়াট। শুধু তাই নয়, আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, যার নামে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই দিয়াগো জোকাসও নাকি এই খবরে বিস্মিত।
×