ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাউদি-বোল্টের গতির ঝড়

প্রকাশিত: ০৫:৫৮, ২১ জানুয়ারি ২০১৭

সাউদি-বোল্টের গতির ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বোলিং বিভাগের অন্যতম ভরসা তারা। যে কোন প্রতিপক্ষের জন্য টিম সাউদি-ট্রেন্ট বোল্ট জুটি বড় ধরনের চ্যালেঞ্জ। প্রথম টেস্টে অবশ্য এ জুটি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি বাংলাদেশের ব্যাটিংয়ে। কিন্তু ক্রাইস্টচার্চ টেস্টের প্রথমদিনেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দিলেন এ দুই গতিময় বোলার। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো এক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন সাউদি, আর বোল্ট দখল করলেন ৪ উইকেট। তাদের এই জ্বলে ওঠার কারণেই সফরকারী বাংলাদেশকে হ্যাগলি ওভালের প্রথমদিনে ২৮৯ রানে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টের দুই ইনিংসে ২ ও ১ উইকেট শিকার করেন। তবে বোল্ট দারুণ বোলিং করেছেন। তিনি ২ ও ৩ উইকেট নেন দুই ইনিংসে। আসল কাজটি করেছিলেন নিল ওয়াগনার। ২০০৮ সাল থেকে টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল সাউদির। ২০১১ সালে তিনি সঙ্গী হিসেবে পান বোল্টকে। এরপর থেকে ধারাবাহিকভাবে দলকে দারুণ সার্ভিস দিয়ে গেছেন এ দু’জন। এ জুটি এখন পর্যন্ত প্রতিপক্ষের ৩১৫ উইকেট শিকার করেছেন। ক্রাইস্টচার্চে তাদের সেই ভয়ঙ্কর রূপ দেখল বাংলাদেশ দল। শুরুটা করেছিলেন সাউদি। এ টেস্টে দলের নেতৃত্বে থাকা নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল মাত্র ৫ রানেই সাজঘরে ফেরেন তার দারুণ এক লাফিয়ে ওঠা বলে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা বরাবরই শর্ট অব লেন্থ বল এবং বাউন্সারে কিছুটা অস্বস্তিতে ভোগে। আর সেটাকেই হ্যাগলি ওভালের প্রথমদিন কাজে লাগিয়েছেন সাউদি-বোল্ট। সাউদির পর বোল্টও আঘাত হানেন, ফিরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদকে। শুরুর এই ধাক্কাটা সৌম্য সরকার ও সাকিব আল হাসান কিছু সময় সামাল দিয়েছিলেন। কিন্তু এ দু’জনকেই সাজঘরে ফিরিয়েছেন যথাক্রমে বোল্ট ও সাউদি। এরপর আর এ দুই পেসারের সামনে দাঁড়াতে পারলেন না বাকি ব্যাটসম্যানরা। কিছুটা লড়াই শুধু করেছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু তাকেও পরাভূত করেন বোল্ট। দুইপ্রান্ত থেকে এ দুই পেসার ধ্বংস চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত আর দিনটাই পুরোপুরি শেষ করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২৮৯ রানেই গুটিয়ে গেছে ৫ ওভারেরও বেশি বাকি থাকতে। ৯৪ রানে ৫ উইকেট নেন সাউদি। আর বোল্ট ৮৭ রান দিয়ে দখল করেন ৪টি। দু’জন মিলে ৫২ ওভার ৩ বল করেছেন। অর্থাৎ বাংলাদেশের খেলা মোট ওভারের ৬২.২১ শতাংশ বোলিং এ দু’জনই করেছেন। আর তাতেই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ইনিংস।
×