ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ কোপা ডেল রে, সোসিয়েডাডের মাঠে ১০ বছর পর জয় কাতালানদের, রেফারির সঙ্গে বাদানুবাদে হলুদ কার্ড মেসির, বড় ;###;জয়ে সেমির পথে এ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েডাড;###;০-১ বার্সিলোনা, এ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ এইবার

‘উপহার’ গোলে স্বস্তির জয় বার্সিলোনার!

প্রকাশিত: ০৫:৫৭, ২১ জানুয়ারি ২০১৭

‘উপহার’ গোলে স্বস্তির জয় বার্সিলোনার!

স্পোর্টস রিপোর্টার ॥ কপাল ভাল বলতে হবে বার্সিলোনার। রিয়াল সোসিয়েডাডের মাঠে আবারও হোঁচট খেতে বসেছিল কাতালানরা। কিন্তু সেটা হয়নি নেইমারের বদান্যতায় ‘উপহার’ পেনাল্টি পাওয়ায়। সেটা কাজে লাগিয়ে স্পট কিকে গোল করে বার্সাকে ১-০ গোলের স্বস্তির জয় পাইয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ঘটনা এটি। সোসিয়েডাডের মাঠ সান সেবাস্টিয়ানে ঘটনাবহুল ম্যাচটি জিতে সেমিফাইনালে খেলার পথে একধাপ এগিয়ে গেছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। বার্সার পেনাল্টি নিয়ে খুব বেশি শোরগোল না হলেও বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এর কড়া সমালোচনা করেছে। তাদের দাবি, নেইমার যেভাবে ডি বক্সের মধ্যে পড়ে যান, তাতে সোসিয়েডাড ডিফেন্ডারের চেয়ে তার অভিনয়টাই ছিল মুখ্য। সোসিয়েডাড কোচও নাকি পেনাল্টি নিয়ে তার ক্ষোভের কথা জানিয়েছেন। ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ঘটনাবহুল ও উত্তেজনাপূর্ণ। স্বাগতিকরা অতিথি বার্সাকে এতটাই চাপে রেখেছিল যে লিওনেল মেসির মতো ঠা-া মাথার ফুটবলারও একাধিকবার মেজাজ হারিয়ে ফেলেন। যে কারণে হলুদ কার্ডও দেখেছেন। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ফ্রিকিক নিতে দেরি করায়। মেসি রাগ করছেন, ফ্রিকিকে সময় নষ্ট করছেন, রেফারির সঙ্গে বাদানুবাদে জড়াচ্ছেন। এমন দৃশ্য দেখা গেছে বারকয়েক। এসব দেখে বোঝা যায়, সোসিয়েডাডের মাঠে জিততে না পারা কতটা চাপ হয়ে ছিল বার্সার ওপর। একটুর জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে বার্সা ক্যারিয়ারে প্রথম লালকার্ড দেখার হাত থেকেও বেঁচেছেন মেসি। অথচ খুব আহামরি কোন দল না রিয়াল সোসিয়েডাড। বেশিরভাগ সময়ই লা লিগার পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে দেখা যায় সান সাবেস্টিয়ান শহরের এই ক্লাবটিকে। কিন্তু সোসিয়েডাডের মাঠে খেলতে গেলে যেন দিশেহারা হয়ে যায় ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সিলোনা। ইউরোপের বাঘা বাঘা সব ক্লাবকে ধরাশায়ী করে দিলেও সোসিয়েডাডের মাঠে কিছুতেই জয়ের দেখা পায় না কাতালানরা। গত একদশকে আটটি ম্যাচে সোসিয়েডাডের মাঠে গিয়ে জয়ের দেখা পায়নি বার্সা। লা লিগার চলমান মৌসুমেও তারা মাঠ ছাড়ে ১-১ গোলের ড্র নিয়ে। গত নবেম্বরে সেই ম্যাচটিকে ‘প্রায় অলৌকিক’ বলে মন্তব্য করেছিলেন বার্সিলোনা কোচ লুইস এনরিকে। শেষ পর্যন্ত সেই সোসিয়েডাড জুজু কাটাতে পেরেছেন এনরিকের শিষ্যরা। এমন স্নায়ুর লড়াইয়ে ২১ মিনিটে নিজে পেনাল্টি আদায় করে বার্সাকে এগিয়েও দেন নেইমার। শেষ পর্যন্ত এই গোলেই সোসিয়েডাডের মাঠ থেকে ২০০৭ সালের পর জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। আগামী ২৬ জানুয়ারি শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে শুধু ড্র করলেও বার্সা পেয়ে যাবে শেষ চারের টিকেট। শেষ আটের প্রথম লেগে বড় ব্যবধানের জয় পেয়েছে আরেক শিরোপা প্রত্যাশী এ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে এইবারকে তারা হারিয়েছে ৩-০ গোলে। ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকোর হয়ে গোল করেন এ্যান্টোনিও গ্রিজম্যান, এ্যাঞ্জেল কোরেরা ও কেভিন গামেইরো। ফিরতি লেগে নিজেদের মাঠ ন্যুক্যাম্পে এগিয়ে থেকে শুরু করবে গত দুইবারের চ্যাম্পিয়ন বার্সিলোনা। এ কারণে খুশি দলটির কোচ এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, সেমির দিকে একধাপ এগিয়ে গেলাম আমরা। এই জয়টা আপাতত উপভোগ করা যায়। কারণ এ মাঠটা ঐতিহাসিকভাবেই আমাদের জন্য খুব কঠিন। এই ম্যাচে চলতি মৌসুমে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়েছেন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। পেশির ইনজুরিতে পড়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। বার্সিলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ৩২ বছর বয়সী ইনিয়েস্তা বামপায়ের পেশিতে ব্যথা পেয়েছেন। মেডিক্যাল হওয়ার পর বিস্তারিত তথ্য জানান হবে।
×