ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার ইনজুরিতে রুবেল

প্রকাশিত: ০৫:৫৭, ২১ জানুয়ারি ২০১৭

এবার ইনজুরিতে রুবেল

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের এক বিভীষিকাময় সফর এবার বাংলাদেশের। সফরের শুরু থেকেই ইনজুরির মিছিল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে মুশফিকুর রহীম প্রথম টেস্টে আঙ্গুলে ও মাথায় ব্যথা পান। ইমরুল কায়েস ও তামিম ইকবাল টি২০ সিরিজে ইনজুরিতে পড়েন। ইমরুল প্রথম টেস্টেই কোমরের ব্যথায় আক্রান্ত হন। ইনজুরিতে পড়েন মুমিনুল হকও। এবার সেই মিছিলে শরিক হয়েছেন পেসার রুবেল হোসেন। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় প্রথমদিনের শেষভাগে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের বলে কনুইতে আঘাত পেয়েছেন তিনি। যদিও দিনশেষে এক্সরে করে কোন সমস্যা শনাক্ত হয়নি এটাই স্বস্তির খবর। প্রথম টেস্টে খেলেননি টি২০ সিরিজে দুর্দান্ত বোলিং করা রুবেল। তবে ক্রাইস্টচার্চের দলে আছেন তিনি। একেবারে শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসে দারুণ ব্যাটিং করছিলেন। ২১ বলে ১৬ রানের একটি ইনিংস খেলেছেন ৩ চার হাঁকিয়ে। কিন্তু প্রথমদিনের ৮৪তম ওভারের পঞ্চম বলে ঘটল বিপত্তি। বোল্টের লাফিয়ে ওঠা বল ঠেকাতে গিয়ে মিস করেন, সেটা লাগে তার ডানহাতের কনুইয়ে। ডানহাতি এ পেসার ব্যথায় কনুই ধরে বসে পড়েন। দলের ফিজিওরা অবশ্য মাঠে ঢুকে ব্যথানাশক স্প্রে করার পর আবার খেলা চালিয়ে গেছেন। পরের ওভারেই বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যাওয়াতে বোঝা যায়নি তার অবস্থা। তবে, রুবেলের কনুইয়ের আঘাত শঙ্কায় ফেলে দিয়েছিল বাংলাদেশ দলকে। তিনি কি বল করতে পারবেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। দিনশেষে কনুইয়ে এক্স-রে করান হয়। তবে রিপোর্টে কোন সমস্যা ধরা পড়েনি। কোন চিড় বা ফ্র্যাকচারও নেই। সবকিছু ঠিক আছে বলেই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। আজ দ্বিতীয়দিন বল করতে কোন সমস্যাও হবে না তার।
×