ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কয়ারে রেডিওলোজি ও ইমেজিং প্রযুক্তির ওপর সেমিনার

প্রকাশিত: ০৫:৫৪, ২১ জানুয়ারি ২০১৭

স্কয়ারে রেডিওলোজি ও ইমেজিং প্রযুক্তির  ওপর সেমিনার

স্কয়ার হসপিটালস লিমিটেডে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সর্বপ্রথম অত্যাধুনিক রেডিওলোজি এবং ইমেজিং প্রযুক্তির ওপর সেমিনার। এতে অংশগ্রহণ করেন শহরের শতাধিক খ্যাতিমান রেডিওলোজিস্ট। ১২ জানুয়ারি অনুষ্ঠিত সেমিনারের মূল লক্ষ্য ছিল স্কয়ার হসপিটাল রেডিওলজি এবং ইমেজিং সেন্টারের সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি ব্যবস্থার ওপর আলোকপাত করা। সেমিনারে থ্রিটি এমআরআই প্রযুক্তির সর্বশেষ উন্নয়নের ওপর বক্তব্য রাখেন ডঃ অনিরুদ্ধ কোহলি, হেড অব রেডিওলজি, (ব্রিচ ক্যানডি হসপিটাল ট্রাস্ট, মুম্বাই, ইন্ডিয়া)। ডঃ বিজাল ভাবিন ঝানখারিয়া (ঝানখারিয়া ইমেজিং মুম্বাই, ইন্ডিয়া) বক্তব্য রাখেন, টোমোসিন্থেসিস দ্বারা ডিজিটাল ম্যামোগ্রাফির ওপর। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন ডঃ এটিএম সামদানি, (স্কয়ার হসপিটাল রেডিওলোজি এবং ইমেজিং সেন্টার) এবং সমাপ্তি বক্তব্য প্রদান করেন ডঃ মির্জা নাজিম উদ্দিন, পরিচালক, (মেডিক্যাল সার্ভিসেস, স্কয়ার হসপিটালস লিঃ)। -বিজ্ঞপ্তি
×