ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২৩৮ রিটেইলারকে প্রশিক্ষণ দিল রবি

প্রকাশিত: ০৫:৫৪, ২১ জানুয়ারি ২০১৭

২৩৮ রিটেইলারকে প্রশিক্ষণ দিল রবি

ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত রিটেইলার ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ২৩৮ রিটেইলারকে প্রশিক্ষণ দিয়েছে রবি। প্রশিক্ষণ দেয়ার সময় আইএফসির নিজস্ব প্রশিক্ষণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং পদক্ষেপটির বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে সেবা লিমিটেড। প্রশিক্ষণ কর্মসূচীতে ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও চট্টগ্রামের রিটেইলাররা অংশ নিয়েছেন। এর ফলে রিটেইলাররা তাদের ব্যবসায়িক উন্নয়ন ও সাফল্য অর্জন করতে পারবেন বলে রবির বিশ্বাস। এ উন্নয়ন পদক্ষেপটি দুটি কর্মশালায় বিভক্ত। প্রথম কর্মশালায় সাফল্যের জন্য ভাল আচরণ, ইতিবাচক, সৃজনশীল ও উদ্যোক্তাসুলভ মনোভাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, সময় ব্যবস্থাপনার মৌলিক দিকগুলো এবং উদ্যোক্তা হিসেবে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়। এ পর্বে মার্কেটিং এ্যান্ড সেলসর মৌলিক দিকগুলো, গ্রাহক ব্যবস্থাপনা দক্ষতা, গ্রাহক সেবার ধরন, প্রতিযোগীদের মনোভাব বুঝতে পারা, পণ্য বিক্রির উপায় এবং পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা করা হয়। -বিজ্ঞপ্তি
×