ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শত ডলারে শপিংমল বিক্রি

প্রকাশিত: ০৫:৫২, ২১ জানুয়ারি ২০১৭

শত ডলারে শপিংমল বিক্রি

যুুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের সর্ববৃহত শপিংমল দ্য গ্যালারিয়া এ্যাট পিটসবার্গ মিলস। একসময় ধুঁকতে থাকা এই শপিংমলের মূল্য ছিল প্রায় ২০ কোটি মার্কিন ডলার। গত বুধবার নিলামে এটি মাত্র একশ’ ডলারে বিক্রি হয়। ওয়েলস ফার্গো ব্যাংক এটি কিনে নেয়। ব্যাংকটি গত বছর পিটসবার্গ মিলসের সম্পদ জব্দ করে। শপিংমলটি মর্টগেজ হিসেবে দেখিয়ে এর কর্তৃপক্ষ ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। কিন্তু ব্যবসা মন্দার কারণে এই ঋণ পরিশোধে ব্যর্থ হয়। ওয়েলস ফার্গো ব্যাংক বলছে, তারা এখনও শপিংমলটির কাছে ১৪ কোটি ২৯ লাখ মার্কিন ডলার পাবে। ব্যাংকটি আইনী প্রক্রিয়ার মাধ্যমেই এই শপিংমল কিনে নিয়েছে। পিটসবার্গ মিলসের জেনারেল ম্যানেজার এ্যান্থনি স্টিফেন্স আশা প্রকাশ করে বলেন, ১১ লাখ বর্গফুট আয়তনের এই মলের কার্যক্রম আগের মতোই চলবে। এটি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত। মার্কেট রিসার্চ ফার্ম ট্রেপ এলএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর টম ফিঙ্ক বলেন, পিটসবার্গ শপিংমল যে-ই কিনুক না কেন, এর পেছনে পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করতে হবে এবং এর কার্যক্রমে পরিবর্তন আনতে হবে। -পিটসবার্গ পোস্ট গেজেট
×