ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেসবুক পেজ ফিরে পেতে

প্রকাশিত: ০৫:৫১, ২১ জানুয়ারি ২০১৭

ফেসবুক পেজ ফিরে পেতে

বেলজিয়ামের এক সেলিব্রেটি ঘুম উঠে দেখেন তার জনপ্রিয় ফেসবুক পেজটি কর্তৃপক্ষ জব্দ করেছে। এরপর তিনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে মেসেজ পাঠান। কোন উত্তর না পেয়ে সোজা চড়ে বসেন বিমানে। তার গন্তব্য যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো। উদ্দেশ্য- সশরীরে সেখানে গিয়ে তিনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে জবাব চাইবেন। জামিলা বাইডাও (২৩) নামের এই তরুণী দ্য ভয়েস-২০১৪-এর বেলজিয়াম অংশের প্রতিযোগী ছিলেন এবং তিনি তার সঙ্গীত প্রতিভার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক সাড়া পেয়েছিলেন। এরপর জনপ্রিয় টিভি শো’র মাধ্যমে তার সুখ্যাতি আরও বেড়ে যায়। জামিলাকে আরও বেশি করে দেখতে এবং জানতে আগ্রহী হয়ে ওঠে মানুষ। এজন্য জামিলা ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজে ভক্তদের সে চাহিদা মেটাতে থাকেন। ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তের সংখ্যা দাঁড়ায় এক লাখ ৫৭ হাজারের বেশি। তিনি দশ লাখের বেশিবার ভিডিও পোস্ট দেন। ব্লগিং করা হয়ে ওঠে তার নেশা এবং এক্ষেত্রে তার ফেসবুক পেজ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু একদিন দেখেন তার এই পেজ উধাও। কারণটা তেমন আর কিছুই না। তাকে নিয়ে আরেকটি ফেসবুক পেজে অযাচিত পোস্ট দেয়া হতে থাকে। এতে কর্তৃপক্ষ দুটি পেজই বন্ধ করে দেয়। জামিলা তার সব ভিডিও ও তার ভক্তদের হারিয়ে ফেলেন। তিনি বেশি দেরি না করে সোজা চলে যান লস এ্যাঞ্জেলসে। বুধবার সেখানে পৌঁছে হারানো পেজ ফিরে পেতে মার্ক জাকারবার্গের কাছে আবেদনও জানিয়েছেন। জামিলা অবশ্য নতুন একটি পেজ খুলেছেন। মুহূর্তে ভক্ত সংখ্যা দাঁড়ায় ৪০ হাজারে।
×