ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু আজ

প্রকাশিত: ০৫:৫১, ২১ জানুয়ারি ২০১৭

ফরিদপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই  শুরু আজ

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২০ জানুয়ারি ॥ বোয়ালমারী উপজেলায় শনিবার সকাল থেকে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হচ্ছে। উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০টায় মুক্তিযোদ্ধাদের আবেদন ফরম জমা নেয়া হবে। ২২ জানুয়ারি সাতৈর, দাদপুর, ঘোষপুর ও চাঁদপুর ইউনিয়ন, ২৩ জানুয়ারি গুনবহা, বোয়ালমারী, ২৪ জানুয়ারি চতুল, পরমেশ্বর্দী, ২৫ জানুয়ারি ময়না, শেখর, ২৬ জানুয়ারি রূপাপাত ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ও গণশুনানী হবে। যাচাই বাছাই কমিটিতে থাকছেন সাতজন। এদের মধ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আ. রশিদ সভাপতি, ইউএনও রওশন আরা পলি সদস্য সচিব, অন্য ৫ সদস্য হলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর প্রতিনিধি খন্দকার আশরাফুজ্জামান, জেলা কমান্ডের প্রতিনিধি ডা. এম এ জলিল, উপজেলা কমান্ডের সদস্য সামচুল হক, মন্ত্রণালয় প্রতিনিধি নবাবউদ্দিন আহমেদ টকন ও জামুকা প্রতিনিধি আলাউদ্দিন আহমেদ। উপজেলায় মোট ভাতাভোগী মুক্তিযোদ্ধা আছে ৪৯১জন। এদের মধ্যে লাল বইয়ের তালিকার বাইরে নাম রয়েছে ১৩২জন।
×