ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিরপুরে ফুটপাথ থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫১, ২১ জানুয়ারি ২০১৭

মিরপুরে ফুটপাথ থেকে নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে ফুটপাথ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পল্লবীতে মৃত্যু হয়েছে ট্রাকচাপায় পথচারীর। এদিকে ঢাবি এলাকাসহ কয়েকটি থানা এলাকায় থেকে ৬০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া যাত্রাবাড়ীতে ৫ ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শুক্রবার ভোরেরদিকে মিরপুরে ফুটপাথ থেকে ফুটফুটে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, কে বা কারা কোন কুমারী মাকে অবৈধ গর্ভপাত ঘটিয়ে হত্যা করে। এরপর নবজাতক কন্যা শিশুর লাশ ফুটপাথে ফেলে গেছে। সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত ॥ রাজধানীর পল্লবীতে ট্রাক চাপায় মিল্টন বাড়ৈ (৩৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম নিশিকান্ত বাড়ৈ। গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায়। তিনি উত্তর কাফরুল এলাকায় বসবাস করতেন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে রূপালী ব্যাংকের সামনের রাস্তা পার হচ্ছিলেন মিল্টন বাড়ৈ। এ সময় বেপোরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ শুক্রবার ভোরেরদিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ৬০ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ মোঃ সমির উদ্দিন ওরফে সম্রাট (৩৫) ও মোঃ শওকত আলী (৩৫)। ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীররাতে ঢাকা মহানগর গোয়েন্দা অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পূর্ব বিভাগ শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অভিযান চালায়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতভর রাজধানীতে অভিযান চালিয়ে ৫৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ডিএমপি মিডিয়ার উপ-কমিশনার মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার রাতভর ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের আটক করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। তিনি জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। এ সময় তাদের হেফাজত থেকে ১১৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ৭৪০ বোতল ফেন্সিডিল, ও ৭২৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। ৫ ডাকাত গ্রেফতার ॥ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেনÑ আলামিন (২১), পারভেজ (২০), শাওন (৩০), সেলিম (১৬) ও সোহেল (১৫)। এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়া সূত্র জানায়, বৃহস্পতিবার গভীররাতে যাত্রাবাড়ী থানার এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি টিম সায়দাবাদ সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা ডাকাতদলের ওই ৫ সদস্যকে আটক করে।
×