ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় রোভার মুট সম্মেলন শুরু ২৬ জানুয়ারি

প্রকাশিত: ০৫:৫১, ২১ জানুয়ারি ২০১৭

উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় রোভার মুট সম্মেলন শুরু ২৬ জানুয়ারি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২০ জানুয়ারি ॥ একাদশ জাতীয় রোভার মুটের সম্মেলন আগামী ২৬ জানুয়ারি শুরু হবে। ৭ দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ-বিদেশের সাড়ে ১০ হাজার রোভার অংশ নিবেন এ রোভার মুটে। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। তাই রোভার মুটের এ আয়োজনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। এ আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনও ব্যস্ত হয়ে পড়েছে। জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ স্কাউটের এক প্রেসব্রিফিং-এ বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার এবং উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) মশিউর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, দেশ-বিদেশ থেকে ৯ সদস্যবিশিষ্ট ১০০টি দলের ৯ হাজার রোভার এবং সহস্রাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ শহরের উপকণ্ঠ মানিকদাহ্ হাউজিং প্রকল্পের মাঠে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোভারদের থাকার জন্য খাটানো হয়েছে ১ হাজার ৮’শটি তাঁবু। মোট ১৫টি চ্যালেঞ্জ থাকবে রোভার মুট প্রোগ্রামে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত থাকবেন।
×