ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবার জন্য মানসম্মত শিক্ষা এখনও নিশ্চিত করতে পারিনি ॥ নাহিদ

প্রকাশিত: ০৫:৫০, ২১ জানুয়ারি ২০১৭

সবার জন্য মানসম্মত শিক্ষা এখনও নিশ্চিত করতে পারিনি ॥ নাহিদ

স্টাফ রিপোর্টার ॥ সবার জন্য মানসম্মত শিক্ষা এখনও নিশ্চিত করতে পারেননি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-’১৭ উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, শিক্ষার মান বাড়াতে পাঠ্যপুস্তক সহজ করতে হবে, পরীক্ষা পদ্ধতি সহজ ও আকর্ষণীয় করতে হবে এবং বইয়ের বোঝা কমাতে হবে। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. খোরশেদ আহমেদ কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডাচ-বাংলা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোঃ শিরিন, ঢাবি পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াড কমিটির আহবায়ক অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং কমিটির সভাপতি ড.খোরশেদ আহমেদ কবির। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বিজ্ঞান মেলা। শিক্ষামন্ত্রী দু’দিনব্যাপী বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৭’র উদ্বোধন করে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী নিয়ে আয়োজিত টেক ফেয়ার ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাতটি দল অংশ নেয়। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, জাতিসংঘ ঘোষিত শিশুদের স্কুলে নিয়ে আসা এবং মেয়েদের সমতা অর্জন করা আমাদের বিরাট অর্জন। জাতিসংঘের লক্ষ্যের সঙ্গে আরেকটি ছিল মানসম্মত শিক্ষা দিতে হবে। আমরা সবার জন্য সেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারিনি। তার জন্য অবশ্যই সময় প্রয়োজন। আমরা আমাদের দেশে সব শিশুকে স্কুলে নিয়ে আসছি, আগে অর্ধেক শিশুও স্কুলে আসত না। জাতিসংঘ ঘোষিত এমডিজি অনুযায়ী আমাদের দুটি চ্যালেঞ্জ ছিল। প্রথমটি হচ্ছে ’১৫ সালের মধ্যে সব শিশুকে স্কুলে নিয়ে আসতে হবে। আরেকটি হচ্ছে প্রাথমিক পর্যায়ে মেয়েছেলের মধ্যে সমতা অর্জন ও মানসম্মত শিক্ষা দেয়া। আমরা প্রায় সবাইকে স্কুলে নাম লেখাতে পেরেছি। কিন্তু সকলে স্কুলে আসে না। সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ২০১২ থেকে ’১৫ সালের মধ্যে আমরা সমতা অর্জন করতে সক্ষম হয়েছি। প্রাথমিক স্তরে মেয়ে এখন শতকরা ৫১, ছেলে ৪৯। মাধ্যমিক স্তরে ৫৩ মেয়ে আর ৪৭ ছেলে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শতকরা ৪৫ মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। গবেষণার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা গবেষণার ওপর জোর দিচ্ছি। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা আরও বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমরা এখন অন্যদেশ থেকে জ্ঞান ও প্রযুক্তি আমদানি করি। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা রফতানি করার যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। আমাদের নতুন প্রজন্ম অনেক মেধাবী। এ প্রজন্মকে বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তুলতে হবে। এরাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দেবে। অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীল চিন্তাভাবনা লক্ষ্য করি। তবে সবচেয়ে বড় কথা হলো, পদার্থ বিজ্ঞানের ছাত্রদের সবচেয়ে ভাল মানুষ হতে হবে। লক্ষ্য নিয়ে এগিয়ে যাও তাহলে তোমরা ভাল মানুষ হবে। পদোন্নতিসহ ছয় দফা দাবি কর্মচারীদের ॥ শূন্য পদে পদোন্নতি, ডাটাবেজের ভিত্তিতে নিয়মিত পদোন্নতিসহ ছয় দফা দাবি জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও এর অধীন বিভিন্ন অফিসে কর্মরত কর্মচারীরা। শুক্রবার শিক্ষা ভবনে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায় সংবর্ধনা-’১৭ অনুষ্ঠানে এ দাবি জানান কর্মচারী নেতারা। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা তৃতীয় শ্রেণী সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি খুররম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পরিচালক অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা, উপ-পরিচালক শফিকুল ইসলাম সিদ্দিকী, সহকারী পরিচালক (সাপ্রা) জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বৈশাখী ভাতা পরিপূর্ণভাবে ও সময়মতো প্রদানের আশ্বাস দেন। এ সময় তিনি যে কোন দাফতরিক আবেদনের ক্ষেত্রে দালাল চক্র থেকে সাবধান থাকতে বলেন। বলেন, অনেকে আছে যারা বদলি প্রক্রিয়া বা পেনশনের নামে লাখ লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে।
×