ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিপোর্টার যখন রোবট!

প্রকাশিত: ০৫:৪৫, ২১ জানুয়ারি ২০১৭

রিপোর্টার যখন রোবট!

সাংবাদিকতা পেশা, না নেশা? এই বিতর্ক বহুদিনের। কিš', বিতর্ক যাই থাকুক না কেন, আর পাঁচটা কাজ থেকে এখনও সাংবাদিকতাকে অনেকটাই আকর্ষণীয় পেশার পর্যায়েই রাখা হয়। যে কোনও পরিস্থিতিতে সাংবাদিকতা করাটা যে অত্যন্ত চ্যালেঞ্জিং তা ইতোমধ্যেই মেনে নিয়েছেন সকলেই। তবে, সেই চ্যালেঞ্জিং পেশাটাকেই এবার নতুন করে চ্যালেঞ্জের সামনে পড়তে হ"েছ। অন্তত চীনে সম্প্রতি যা ঘটল তাতে তো এই কথা বলাটা অত্যন্ত প্রাসঙ্গিক। সম্প্রতি, সেদেশের একটি পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ ওই সংবাদটি গুরুত্ব সহকারেই সেখানে প্রকাশ পেয়েছে। কিš', আসল ঘটনা শুনে চমকে উঠবেন আপনিও! সংবাদটি কোনও 'মানুষ সাংবাদিক তৈরি করেনি। এক রোবট সাংবাদিক এটি তৈরি করেছে। ¯'ানীয় একটি উৎসব নিয়ে লেখা ৩০০ শব্দের ওই খবরটি, চীনের গুয়াংঝাও পত্রিকাতে প্রকাশিত হয়েছে।-গিজমো অবলম্বনে।
×