ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ গুটিয়ে গেল ২৮৯ রানে

প্রকাশিত: ০৫:৪৪, ২১ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ গুটিয়ে  গেল ২৮৯ রানে

স্পোর্টস রিপোর্টার ॥ সিরিজ বাঁচানোর টেস্ট, কিন্তু ক্রাইস্টচার্চে নামার আগে সেটা হয়ে গেছে সম্মান বাঁচানোর লড়াই। কারণ ইনজুরির থাবায় তিন নিয়মিত ও অপরিহার্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম, মুমিনুল হক ও ইমরুল কায়েস নেই। সেই পরীক্ষায় হ্যাগলি ওভালে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ২৮৯ রানে। প্রথমদিনের খেলা তখন ৫ ওভারেরও বেশি বাকি ছিল। তবে নিউজিল্যান্ড আর এই স্বল্প সময়ে ব্যাটিং করেনি। দলের ব্যাটিংয়ের চেহারা আরও খারাপ হতে পারতো। কিন্তু দারুণ ইতিবাচক ব্যাটিং করেছেন ক্যারিয়ারের চতুর্থ টেস্টে প্রথমবার ওপেনিংয়ে নামা সৌম্য সরকার। তিনি আর সাকিব আল হাসান জোড়া অর্ধশতক হাঁকান। অভিষেক হওয়া উইকেটরক্ষক নুরুল হাসান সোহানও দারুণ লড়াই করে দলকে একটি সম্মানজনক সংগ্রহ দিয়েছেন। নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই বাংলাদেশের জন্য এবার বিরূপ পরিস্থিতি। বৈরী আবহাওয়ার সঙ্গে ছিল অচেনা পরিবেশ ও অপরিচিত উইকেট। সেজন্য দলকে যত ভোগান্তি পোহাতে হয়েছে তারচেয়েও বেশি দুর্দশায় ফেলেছে একের পর এক ইনজুরির ছোবল। ওয়ানডে সিরিজে মুশফিক প্রথম হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হন। টি২০ সিরিজে ইমরুল ও তামিম ইকবাল। প্রথম টেস্টে আবারও মুশফিক, ইমরুল এবং তাদের সঙ্গে মুমিনুল। এ কারণে দ্বিতীয় টেস্টের দল আরও দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশের। অস্থায়ীভাবে নেতৃত্বে তামিম। তার সহযোদ্ধাদের কাতারে দুই অভিষিক্ত তরুণ নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। এবার টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই গতির দাপট দেখান দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এ কারণে দলীয় ৩৮ রানেই সাজঘরে ফিরতে হয় তামিম (৫) ও মাহমুদুল্লাহ রিয়াদকে (১৯)। কিন্তু এ দুই পেসারকে দারুণভাবে সামলেছেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা সৌম্য ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব। দু’জনই অর্ধশতক হাঁকান। তৃতীয় উইকেটে ওঠে ১২৭ রান। এতে করে বিপর্যয় এড়িয়ে বেশ ভাল অবস্থানে চলে যায় বাংলাদেশ। কিন্তু ক্যারিয়ারের প্রথম অর্ধশতক মাত্র ৫৪ বলে করার পর সৌম্য ফিরে গেছেন ১০৪ বলে ১১ চারে ৮৪ রানে। সাউদি-বোল্টের গতির তোপে দ্রুতই সাজঘরে জায়গা হয় সাব্বির রহমান (৭) ও ৭৮ বলে ৯ চারে ৫৯ রান করা সাকিবের। লড়াইটা হঠাৎ করেই একজনের হয়ে যায়। সেই লড়াইটা শেষ পর্যন্ত করেছেন অভিষেক হওয়া নুরুল। শান্ত কিছুটা চেষ্টা করেছিলেন। দু’জন ইতিবাচক মনোভাব নিয়েই ব্যাট করেছিলেন। কিন্তু শান্তর (১৮) পর মেহেদি হাসান মিরাজ (১০), তাসকিন আহমেদ (৮) দ্রুতই ফিরে যান। নুরুলকে দারুণ সঙ্গ দিয়ে ৬৩ বল পর্যন্ত টিকে ছিলেন কামরুল ইসলাম রাব্বি। কিন্তু নুরুল ৯৮ বলে ৫ চারে ৪৭ রান করার পর বিদায় নেন। অর্ধশতক হাতছাড়া হয়ে যায় তার। শেষ পর্যন্ত ২৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। তখনও ৫ ওভার ৩ বল বাকি ছিল দিনের। স্বল্প সময়ের জন্য আর ব্যাটিংয়ে নামেনি নিউজিল্যান্ড। সাউদি ৫টি ও বোল্ট ৪টি উইকেট নেন।
×