ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার আবারও ভোটবিহীন নির্বাচনের পায়তারা করছে: নোমান

প্রকাশিত: ০২:১৮, ২০ জানুয়ারি ২০১৭

সরকার আবারও ভোটবিহীন নির্বাচনের পায়তারা করছে: নোমান

স্টাফ রিপোর্টার ॥ সংবিধানের কথা বলে সরকার আবারও একটি ভোটবিহীন নির্বাচন করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। শুক্রবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘নিউ জেনারেশন পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নোমান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আবারও একটি নির্বাচনের চেষ্টা করলে এদেশের গণতন্ত্রকামী জনগন কখনও মেনে নিবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন কোন রাজনৈতিক দল নয় তাই এই কমিশন জনগনের কাছে গ্রহনযোগ্য হবে এমন প্রত্যাশা করে বিএনপি। কোন রাজনৈতিক দলের পক্ষের নির্বাচন কমিশন আমরা চাই না। আর শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন নয়, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজন নিরপেক্ষ সহায়ক সরকার। আয়োজক সংগঠনের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, নিলুফার চৌধুরী মনি,এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
×