ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে একাদশ জাতীয় রোভার মুটের সম্মেলন ২৬ জানুয়ারি ॥ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০২:১০, ২০ জানুয়ারি ২০১৭

গোপালগঞ্জে একাদশ জাতীয় রোভার মুটের সম্মেলন ২৬ জানুয়ারি ॥  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় রোভার মুটের সম্মেলন। আগামী ২৬ জানুয়ারি ৭-দিন ব্যাপি এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ বিদেশের সাড়ে ১০হাজার রোভার অংশ নিবেন এ রোভার মুটে। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠান। তাই রোভার মুটের এ আয়োজনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। এ আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসনও ব্যস্ত হয়ে পড়েছে। জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ স্কাউটের এক প্রেসব্রিফিং’এ বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার এবং উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) মশিউর রহমান সাংবাদিকদেরকে জানিয়েছেন, দেশ-বিদেশ থেকে ৯-সদস্যবিশিষ্ট ১০০টি দলের ৯ হাজার রোভার এবং সহাস্রাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জ শহরের উপকণ্ঠ মানিকদাহ্ হাউজিং প্রকল্পের মাঠে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোভারদের থাকার জন্য খাটানো হয়েছে ১ হাজার ৮’শ টি তাবু। মোট ১৫টি চ্যালেঞ্জ থাকবে রোভার মুট প্রোগামে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত থাকবেন।
×