ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁর নওহাটা মোড়ে সরকারী রাস্তার জায়গা দখল করে চলছে অবৈধভাবে দোকান ঘর ও স্থাপনা নির্মান

প্রকাশিত: ০২:০৪, ২০ জানুয়ারি ২০১৭

নওগাঁর নওহাটা মোড়ে সরকারী রাস্তার জায়গা দখল করে চলছে অবৈধভাবে দোকান ঘর ও স্থাপনা নির্মান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ॥ সওজ কর্তৃপক্ষের নীরবতার কারনে নওগাঁর জনগুরুত্বপূর্ন নওহাটা মোড়ে ( চৌমাশিয়া ) সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর দিনদিন বেড়েই চলেছে অবৈধ দোকান ঘর ও স্থাপনা নির্মান। দখলদারদের হাত থেকে রক্ষা পায়নি কর্তৃপক্ষের স্থাপিত কিলোমিটার লেখা ফলকটিও। দিন দিন নতুন নতুন দোকানপাট বিছিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। নওগাঁ-রাজশাহী ও নওগাঁ-মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় ( চৌমাশিয়া ) তিন-মাথা সড়কের ওপর বাস ষ্ট্যান্ড অবস্থিত। সেখানকার বাজারটি এলাকার একটি জনগুরুত্বপূর্ন বাজারই বলা যায়। কারন নওগাঁর ১১টি উপজেলার মধ্যে ৭টি উপজেলার জনসাধারনই এবাজারের ওপর দিয়েই জেলা শহর নওগাঁতে যাতায়াত করেন। এছাড়া নওগাঁ ও জয়পুরহাট জেলার জনসাধারন বিভাগীয় শহর রাজশাহীতে যেতে হলেও এই মোড়ের বাজারের ওপর দিয়েই যাতায়াত করতে হয়। আর একারনেই নওহাটামোড় ( চৌমাশিয়া ) তিন-মাথা বাস ষ্ট্যান্ড বাজারটি নওগাঁ জেলার মধ্যে একটি জনগুরুত্বপূর্ন বাজার বলেই মনে করেন এলাকাবাসী। এ বাজারেই একে অন্যের দেখাদেখি সড়ক ও জনপথের সরকারী জায়গা দখলে মেতে উঠেছে এলাকার কতিপয় দখলবাজ একটি মহল। শুক্রবার সকালে সরজমিনে এ বাজারে গিয়ে দেখা যায়, তিন মাথার মাঝখানে সড়ক ও জনপথের একটি বিশাল জায়গা রয়েছে এবং ওই জায়গার মাঝখানেই সরকারী কয়েক হাজার টাকা ব্যায়ে জনসাধারনের সুবিধার্থে একটি মাইল ফলকও বসানো রয়েছে। আর মাঝখানের এ জায়গাটি ৩ দিকেই সড়ক দিয়ে চরাচলকারী বিশেষকরে যাত্রীবাহী বাসগুলো কয়েক মিনিট করে স্টপেজ দিয়ে যাত্রী তোলা-নামানো করছে। অথচ বাজারের মাঝ খানের ওই বিশাল জায়গাটি সম্পর্ন দখল করে বিভিন্ন দোকান সাজিয়েছে দখল করে নিয়েছে কতিপয় দখলকারীরা। এমনকি সরকারী অর্থে কর্তৃপক্ষের নির্মিত মাইল ফলকটি পর্যন্ত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বসানো হয়েছে। এমতাবস্থায় যত দ্রুত সম্ভব ওই সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে গোল চত্বরটি দখলমুক্ত করে জনসাধারনের অবাধ চলাচল ও মাইল ফলক টি যেন জনসাধারন দেখতে পায় সেই ব্যবস্থা গ্রহন করার জন্য সড়ক ও জনপথ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।
×