ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে ১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

প্রকাশিত: ২২:৫৫, ২০ জানুয়ারি ২০১৭

ধামরাইয়ে ১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ ধামরাইয়ে একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ওই ছাত্রের নাম আনোয়ার হোসেন (১৬)। সে বান্নল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও বালিথা গ্রামের বাদশা মিয়ার ছেলে। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। জানা গেছে, ওই মাদ্রসায় থেকে আনোয়ার ও তার ফুফাতো ভাই লাদেন পড়াশোনা করে। তিন দিনের ছুটি শেষে ৯ জানুয়ারি লাদেনসহ সে মাদ্রাসার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয়। তারা মাদ্রাসায় গিয়ে ওই মাদ্রাসায় আর পড়াশোনা করবে না বলে দু’জনই বিছানা-পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। এরপর লাদেন বাড়ি এলেও আনোয়ার আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় অবশেষে এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার ধামরাই থানায় একটি জিডি দায়ের করা হয়। সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা এস.আই. আবু সাইদ বলেন, আনোয়ারকে উদ্ধারের চেষ্টা চলছে। লাদেনকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে।
×