ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কর্মীদের জন্য অফিসেই প্রেক্ষাগৃহ, বিয়ার ও জিমের ব্যবস্থা!

প্রকাশিত: ১৯:৫৩, ২০ জানুয়ারি ২০১৭

কর্মীদের জন্য অফিসেই প্রেক্ষাগৃহ, বিয়ার ও জিমের ব্যবস্থা!

অনলাইন ডেস্ক॥ রূপকথার গল্পের মতো প্রাসাদে অফিস। আর এই অফিসেই রয়েছে খাবার, জিম, যোগ ক্লাস, অফুরান বিয়ার। পাশাপাশি প্রতি শুক্রবার রয়েছে জমিয়ে পার্টি করার সুযোগ। প্রতি মাসে একবার করে এলাহি পার্টি। এতেই থেমে নেই ব্যাপারটা। ভালো কাজ করলে অফিস থেকেই খেলা দেখতে যাওয়া বা ঘুরতে যাওয়ার মতো সুযোগ দেয় অফিস। শুধু তাই নয়, ইচ্ছে মতো শিফটে কাজ করতে আসার স্বাধীনতাও পান কর্মীরা। এখন আপনি ভাবছেন এই অফিসটি ঠিক কোথায় অবস্থিত? কীভাবে এখানে কাজের সুযোগ পাওয়া যায় ইত্যাদি? লন্ডনের মানি.কো.ইউকে-এর প্রতিষ্ঠাতা ক্রিস মর্লিং তার অফিসের কর্মচারীদের জন্য এনেছেন এই নতুন ধরনের ‘ওয়ার্ক কালচার’। নিজের ৫০ জন কর্মচারীকে এই বিলাসবহুল জীবনের সুযোগ দেন ক্রিস। তার ধারণা যে কর্মীরা নিজেদের জীবনের অর্ধেকাংশ অফিসে কাজের মাধ্যমে কাটিয়ে দিচ্ছেন তাদের এই সুবিধা পাওয়াটা বড় ব্যাপার নয়। বরং এটা তাদের প্রাপ্য। পাশাপাশি ক্রিস এও মনে করেন যে, বিশ্বের অন্যান্য বসদেরও নিজেদের কর্মচারীদের নিয়ে ঠিক এমনটাই ভাবা উচিত। শুধু বর্তমানের কর্মচারীরাই নয়, তার ভবিষ্যতের কর্মচারীরাও এমন সুযোগ পাবেন বলে জানিয়েছেন ক্রিস। আর বসের এই অন্যরকম আতিথেয়তার জন্যই তাকে ব্রিটেনের সেরা মালিকের উপাধি দেওয়া হয়েছে। কর্মীদের প্রচুর সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি কর্মীদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন ক্রিস। শুধু তাই নয়, কর্মীদের বেতন হিসাবে প্রতি বছর পাঁচ লাখ পাউন্ডও দেন এই বস। সূত্র : সংবাদ প্রতিদিন
×