ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমার জীবনের সেরা ইনিংস ॥ যুবরাজ

প্রকাশিত: ১৯:২৩, ২০ জানুয়ারি ২০১৭

আমার জীবনের সেরা ইনিংস ॥ যুবরাজ

অনলাইন ডেস্ক॥ তার জীবনটাই একটা রুপকথার গল্পের মতো। যা নিয়ে মহাকাব্য কিংবা পূর্ণদৈর্ঘ্য ফিল্ম তৈরি করা যায় অনায়াসেই। শেষবারের মত ভারতের নীল জার্সি পরে মাঠে নেমেছিলেন প্রায় ৩ বছর আগে। ক্যান্সারকে জয় করে আবারও ২২ গজে ফিরেছেন তিনি। ভালোবেসে বিয়ে করেছেন হ্যজল কিচ কে। কিন্তু সব কিছু যেন ছাড়িয়ে গেল বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তার দেড়শ রানের ইনিংস! ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে দলে অন্তর্ভূক্ত করা নিয়ে সমালোচনা কম হয়নি। পুণেতে প্রথম ম্যাচে মাত্র ১৫ রানে আউট হয়ে যাওয়ার পরে তো সেই সমালোচনা আকাশ স্পর্শ করেছিল। সেসবের জবাব যে ভাবে দিলেন যুবরাজ তার বিশেষণ বোধহয় তিনি নিজেই। অসাধারণ, অবাস্তব, দুর্দান্ত বা অবিশ্বাস্য নয় কোনো বিষেশণই কি যথার্থ হতে পারে? তাই এই রাজকীয় সংবাদমাধ্যমকে তিনি বললেন, "এটাই হয়তো আমার জীবনের অন্যতম সেরা ইনিংস। কারও কাছে প্রমাণ করার কিছু নেই, তবে নিজের কাছেই নিজেকে প্রমাণ করার ছিল। " কিন্তু কীভাবে এই স্বরুপে ফিরলেন তিনি? যুবরাজের মুখেই শোনা যাক, "পুরো ঘরোয়া মৌসুমে আমি ভালো ব্যাট করেছি। ফিটনেস আর ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছি। আসলে বয়স ত্রিশ অতিক্রম করলে ফিটনেস নিয়ে বেশি খাটতে হয়। প্রথম ওয়ানডেতে ও ভালোই খেলছিলেআম। কিন্তু দিনটা হয়তো আমার ছিল না। " তবে দিনটি এলো বৃহস্পতিবার। আর যুবরাজের দিন মানেই প্রতিপক্ষ শিবিরে ত্রাস। সেই আগের মতোই আছেন যুবরাজ। ১২৭ বলে ১৫০ এমনিতেই ওয়ানডেতে তার সর্বোচ্চ রান। আর ৩ বছর পর দলে ফিরে এই রান করার মানে শুধুই একটা ইনিংস নয়, আরও অনেক কিছু।
×