ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: ০৮:৪৫, ২০ জানুয়ারি ২০১৭

সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, সানারপাড় সিকোটেক্স গার্মেন্টসের ঝুট ব্যবসা করে আসছিলেন ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা তোফায়েল হোসেন। তিনি নাসিক নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে সাত খুন মামলার ফাঁসির দ-প্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা বাদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনের পর এ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে বাদল সমর্থক স্থানীয় যুবলীগ নেতা ফারুক। গত কয়েকদিন ধরেই ফারুকের নেতৃত্বে তার সহযোগীরা এলাকায় মহড়া দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে ফারুকের নেতৃত্বে রিপন, আল-ইসলাম ও কাউছারসহ ১৫-২০ যুবক জোরপূর্বক ঐ গার্মেন্টস থেকে ঝুট নামাতে একটি ট্রাক নিয়ে যায়। এ সময় কর্তৃপক্ষ তাদের ঝুট দিতে অস্বীকৃতি জানায়। খবর পেয়ে যুবলীগ নেতা তোফায়েল ঝুট নেয়ার কারণ জানতে চাইলে তাদের ওপর হামলা করা হয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
×