ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইলিয়াস বাবর

শহীদ কাদরী- বন্ধু আমার

প্রকাশিত: ০৬:৫৯, ২০ জানুয়ারি ২০১৭

শহীদ কাদরী- বন্ধু আমার

দেখুন না মেয়েটির কাণ্ড- মেয়ে বললেও ঠিক যায় না, একেবারে হাঁটুর বয়েসি আসলে প্রেম-ট্রেমে পড়া মানেই আজগুবি সব... না, না এভাবে আর বাড়ি থাকা যায় না গৃহপালিত মনটি আমার হিসহাস করে- ও মেয়েতেই মশগুল হয়- খচ্চর! আমাকে কী দেবে? কী বানাবে গো লক্ষীসোনা; বলোতো? আমি কি আর কবি- ওকে আকাশ দেবো? তারায় তারায় হবে সকালের নাস্তা কচি ডাবের শরীর জুড়ে এঁকে দেব দেবতার আল্পনা...! না, না ওসব আমাকে দিয়ে হবে না খালি মনটাই যেন ফকিন্নি হতে চায়! প্রভু আমাকে বাঁচাও- এ প্রেমলীলা থেকে আমাকে এনে দাও দুষ্ট-মিষ্টি মেয়েদের নাম এ্যাই বলো না- কি বানাবে আমাকে? কিচ্ছু না- শুধু অভিবাদন তোমাকে প্রিয়তমা! ভাগ্যিস কাদরী ছিল- প্রেম ঠিকে যায়, মন ছুঁয়ে যায় অসহায় দিনে তুমি উদ্ধার করো প্রেমিকের পোড়ামুখ... শহীদ কাদরী- প্রিয় বন্ধু আমার; তোমাকেই ভালোবাসে হাঁটুর বয়েসি প্রিয়তমা আমার!
×