ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হায় সিসিফাস!

প্রকাশিত: ০৬:৫৮, ২০ জানুয়ারি ২০১৭

হায় সিসিফাস!

ÔGrowing StoneÕt Albert Kamus দিন যায় রাত আসে সিসিফাস তুলে নেয় বিশাল পাথর পরিশ্রান্ত ঘাড়ে-তারপর রাতভর পাহাড়ের দুর্গম খাড়াপথ বেয়ে উঠে যায় কাঁপাকাঁপা পায়- রাতশেষে পাহাড়চূড়ো ছুঁইছুঁই হয়-কিন্তু হায় তখুনি পূর্বদিগন্তে নিষ্ঠুর আলো ঝলসায় ক্ষমাহীন সূর্যটা উঠে পড়ে- তখোন সিসিফাসের কাঁপে বুক দুরুদুরু শঙ্কায়! তখোন ফেলে দেয় ঘামেভেজা শাপান্তপাথর অবসন্ন ঘাড় থেকে অবশেষে গড়িয়ে পড়ে সশব্দে সে- পাথর পাহাড়ের পাদদেশে। সিসিফাসের অচরিতার্থ ঘামে ভেজে বাকরুদ্ধ প্রস্তর সব পরিশেষে! আবার সারারাত-আবার পাথর ঘাড়ে ওপরে ওঠা, কেবলি ওঠা এমনি করে হাজার বছর-অন্তহীন শ্রান্তিহীন নেই অবসর সিসিফাসের ঘাম যেন দুঃখ হয়ে ঝরে অতল অনন্ত আঁধার গহ্বরে! তবুওতো সিসিফাসমানুষ আশায় বাঁধে ঘর, কিন্তু ওঠে লালঝড় দানবের মতো ভয়ঙ্কর বর্বর! লণ্ডভণ্ড করে দেয় সব, পড়ে রয় শুধু বীভৎস ধ্বংসের স্বাক্ষর। তখোন কিশোরীকে পারি না দিতে রঙিনফিতা-চুল তার এলোমেলো কিশোরকে পারি না দিতে শখের পিরানদুধভাত-হয়তো বা সে উপোসই রলো! তবে কার জন্যে এতো আয়োজন?- উজ্জ্বল দীপ্র ফানুস? তোরণে তোরণে লেখা ‘সুস্বাগতম’- করতালি-ক্যামেরার ফ্ল্যাশ? হায়রে সিসিফাসমানুষ এ-এক দুঃখ দুঃখ খেলা! তোমার প্রতি অমরাবতির এতো অবহেলা!!
×