ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছোট কাগজ ॥ এক মলাটে আসাদুজ্জামান নূর

প্রকাশিত: ০৬:৫৪, ২০ জানুয়ারি ২০১৭

ছোট কাগজ ॥ এক মলাটে আসাদুজ্জামান নূর

বিশেষ আয়োজন-ভিত্তিক সাহিত্য-সংস্কৃতিবিষয়ক কাগজ ‘পাতাদের সংসার’ এ ‘অদ্বিতীয় আসাদুজ্জামান নূর’ সংখ্যাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি কাজ। কেননা, আসাদুজ্জামান নূর একজন শক্তিধর অভিনেতা এবং তাঁকে নিয়ে বড় আয়োজনে এটিই প্রথম কাজ। এর আগে দৈনিকের পাতায় তাঁকে ঘিরে দু-তিনটি আর্টিকেল ছাপানো হলেও বড় আয়োজন চোখে পড়েনি। এ সংখ্যাটিতে ৫০ জনেরও বেশি নাট্যাভিনেতা, আবৃত্তিশিল্পী, লেখক-সমালোচক, শিক্ষাবিদ, কবি, ছড়াকার, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাঁদের মূল্যবান মতামত উপস্থাপন করেছেন। প্রত্যেকে বলনে-চিন্তনে নিজস্বতার ছাপ রাখার পাশাপাশি তাঁরা একেকজন নূরের একেকটি দিক নিয়ে কথা বলেছেন। ফলে এই লেখাগুলো পাঠের মধ্যদিয়ে একজন পাঠক সামগ্রিক আসাদুজ্জামান নূরকে জানতে পারবেন একটি মলাটে। এটি দেশের সাহিত্য-সংস্কৃতি জগতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। পত্রিকাটির পাতা খুললেই প্রথমে চোখ যাবে এ পত্রিকার লক্ষ্য বিষয়ে, লেখা আছে, ‘জীবিতদের নিয়ে কাজ-ই আমাদের লক্ষ্য।’ খুবই দামী ও কাজের কথা। সাহিত্যিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিত্বরা মারা গেলে তাঁদের নিয়ে বিশেষ আয়োজন প্রকাশিত হয়, এতে পত্রিকার কাটতি হলেও তাঁদের কোন লাভ নেই, তাঁরা দেখে যেতে পারেন না কে, কীভাবে মূল্যায়ন করেছেন তাঁকে, তাঁর সৃজনীসত্তার ভাল কিংবা মন্দ দিক বিষয়ে তাঁরা জানতে পারেন না। মরার পর তাঁর কবরে এসব পূজা অর্থহীন। এ কাগজের এ দিকটি খুবই গুরুত্বপূর্ণ। জীবিতদের নিয়ে দেশে বেশি বেশি কাজ হওয়া আসলেই দরকার। এ সংখ্যার সূচী বিভাজন হলো ‘আলাপচারিতা’, ‘ব্যক্তি ও অভিনেতা আসাদুজ্জামান নূর; মঞ্চ নাটক-টেলিভিশন নাটক-চলচ্চিত্র’, ‘রাজনৈতিক জীবন’, ‘আবৃত্তিশিল্পী,’ ‘অনুবাদ’, ‘আত্মজীবনীতে নূর’, ‘প্রচার মাধ্যমে বাকের ভাই প্রসঙ্গ’, ‘বেলা অবেলা সারাবেলায় নূর’, ‘নিবেদিত কবিতা’, ‘আসাদুজ্জামান নূরের সংক্ষিপ্ত পরিচিতি,’ ‘আলোকচিত্রে আসাদুজ্জামান নূর’। সূচীপত্র থেকেই আঁচ করা সম্ভব কতটা সমৃদ্ধ কাজ হয়েছে। কাগজের পাতা, সাজানো, উপস্থাপন, সব মিলিয়ে একটি শিল্পসফল কাজ হয়েছে। নূরের ব্যক্তি-সাংস্কৃতিক-রাজনৈতিক জীবনের অনুপুঙ্খ বিবরণ ও প্রামাণ্য দলিল হয়ে উঠেছে এ সংখ্যাটি। আসাদুজ্জামান নূর বলেছেন তাঁর অভিনয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক দিক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা; একটি অংশ হলো, ‘আমার মনের ভেতরে যে সত্তাটি বাস করে, সেটি একজন সংস্কৃতিকর্মীর সত্তা। সেই সংস্কৃতি রাজনীতি থেকে বিযুক্ত কিছু নয়, কারণ রাজনীতি বিযুক্ত সংস্কৃতি চিন্তা বা সংস্কৃতি বিযুক্ত রাজনীতি কোনটাই পূর্ণাঙ্গ না। সুতরাং আমি সংস্কৃতিতেও আছি, রাজনীতিতেও আছি।’ নূরের অভিনয় জীবন নিয়ে অনেকেই লিখেছেন। রশীদ হায়দারের লেখা নাটকে প্রথম আসাদুজ্জামান নূর অভিনয় করেন। সেই অভিনয় দেখে রশীদ হায়দায় বেশ বিস্মিত ও খুশি হয়েছেন। তাঁর ভাষ্যে, ‘নাটকে অভিনয়ে সে যে স্বতন্ত্রসত্তার দাবি রাখে এর প্রধান কারণ হলো সে নাটকের মর্মমূলে পৌঁছে গিয়ে নাটকটিকে এমনভাবে রূপায়িত করে, দেখে মনে হয় এই চরিত্রটির জন্য নূরই হচ্ছে একমাত্র উপযুক্ত ব্যক্তিত্ব। নাটকের চরিত্রটা জীবন্ত হয়ে ওঠে। সাবলীল যে অভিনয় এটি তার মজ্জাগত। ফলে চরিত্রের ভেতর এমনভাবে মিশে যায়, দর্শক ব্যক্তি নূর ও অভিনেতা নূরের ভেতর পার্থক্য নিরূপণ করতে পারে না। এটি কিন্তু একজন বড় শিল্পীর গুণ। সে যে আমার তৈলসংকট নাটকে অভিনয় করেছিল, সেই অভিনয় দেখে আমি খুবই খুশি হয়েছিলাম, অভিভূত হয়েছিলাম চরিত্রের রূপায়ণ দেখে। এখানেই নূরের অসাধারণত্ব।’ তাঁর আবৃত্তিসত্তা, আত্মজীবনী, অনুবাদ, নির্দেশনা নিয়ে অনেকেই বলেছেন, যেখানে তাঁর স্বাতন্ত্র্যের দিকটি প্রকাশিত। আলোকচিত্রে আসাদুজ্জামান নূর অংশে তাঁর অভিনয় ও রাজনৈতিক জীবনের বেশ কিছু দুর্লভ ছবি রয়েছে, যেখান থেকে পাঠক নিজেকে ঋদ্ধ করতে পারবে ছবির মধ্য দিয়ে। এ সংখ্যায় লিখেছেন, আলী যাকের, সারা যাকের, রামেন্দু মজুমদার, রশীদ হায়দার, আনিসুজ্জামান, অনন্ত হীরা, রওনক হাসান, হাসান আরিফ, নাসির উদ্দিন ইউসুফ, তারিক আনাম খান, নওয়াজীশ আলী খান, ডলি জহুর, চিত্রলেখা গুহ, মোর্শেদ আলম, দিলারা জামান, আনিসুল হক, ইমদাদুল হক মিলন, শাহীন আকতার, কাওসার আফসানা, সুপ্রভা তাসনিম, হুমায়ূন কবির হিমু, আলম খোরশেদ, পিয়াস মজিদ, শাকুর মজিদ, আউয়াল আনোয়ার, শেখ ফিরোজ আহমেদ, প্রত্যয় হামিদ, ফারুক আহমেদ, আসলাম সানী, হাসান মেহেদী, শাহাদাৎ হোসেন নিপু, শুভাশিস সিনহা, শফি আহমেদ, বিপ্লব বালা, সৈয়দ মনজুরুল ইসলাম, হোসনেয়ারা মণি, রুমা মদক, অদিতি ফাল্গুনী, আবদুল কাদের, অনুপম হায়াৎ, আমিনুল ইসলাম, গোলাম কুদ্দুস, কাজী রোজী, ভুবন রায় নিখিল, মিল্টন বিশ্বাস, জোবায়ের মিলন, মহি মুহাম্মদ, মাহমুদুর রহমান, তানভীর আহমেদ সিডনি, সোলায়মান সুমন, বেলায়েত হোসেন, মীর বরকত, রিমু হোসনেয়ারা, মুহম্মদ নূরুল হুদা, অনীক মাহমুদ, হাসনাত আমজাদ, তপন বাগচী। নাজিয়া ফেরদৌস
×