ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উটের রেসলিং ও সুন্দরী প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৫৩, ২০ জানুয়ারি ২০১৭

উটের রেসলিং ও সুন্দরী প্রতিযোগিতা

ষাঁড়ের লড়াই, মোরগ লড়াইয়ের কথা তো অনেক শুনেছেন। কিন্তু উটের লড়াইয়ের কথা কী কখনও শুনেছেন? উত্তর হ্যাঁ না যাই হোক, জেনে নিনÑ গত ২ হাজার বছরেরও বেশি সময় ধরে তুরস্কে প্রতিবছর বার্ষিক উৎসবে এমন লড়াইয়ের আয়োজন করা হয়। প্রতিবছর তুরস্কের ইজমির শহরে সেলসুক এফেসাস ক্যামেল রেসলিং ফেস্টিভালের আয়োজন হয়। ১০০টিরও বেশি উট এই প্রতিযোগিতায় অংশ নেয়। ২ হাজার ৪০০ বছর আগে নোমাডিক তুর্কি উপজাতিদের দ্বারা এই রেসলিংয়ের সূচনা হয়েছিল। লড়াইয়ে দুটি উট মুখোমুখি হয়। লড়াইয়ের সময় উটের তত্ত্বাবধায়করা আশপাশেই থাকেন। যদি এই লড়াই খারাপ দিকে মোড় নেই, সঙ্গে সঙ্গে তারা উট দুটিকে আলাদা করে দেন। লড়াই সাধারণত ১০ মিনিট পর্যন্ত চলতে থাকে। যে উটটি মাটিতে পড়ে যায় অথবা পালিয়ে যায় সেটিকে পরাজিত উট হিসেবে বিবেচনা করা হয়। এই প্রতিযোগিতার জন্য উটগুলোকে বিশেষ প্রজনন এবং ট্রেনিং দেয়া হয়। এছাড়া উৎসবে উটের প্যারেড ও সুন্দরী প্রতিযোগিতাও হয়ে থাকে। দেড় শতাধিক উট এতে অংশ নেয়। উৎসবে দর্শক সংখ্যাও কিন্তু কম হয় না। ২০ হাজারেরও বেশি দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন। মারুফ খান
×