ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজব হলেও গুজব নয়

প্রকাশিত: ০৬:৫৩, ২০ জানুয়ারি ২০১৭

আজব হলেও গুজব নয়

ঘুম রোগ নানা বিচিত্র রোগে আক্রান্ত হয় মানুষ। তেমনই এক বিচিত্র রোগে আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যের চেশায়ারের স্টকপোর্টের অধিবাসী বেথ গোডিয়ার (২২)। তার এ রোগ হলো ঘুম রোগ। তিনি একটানা ছয় মাস ঘুমিয়েছেন। পাঁচ বছর আগে নবেম্বরে বেথ তার ১৭তম জন্মদিনে ঘুম ঘুম ভাব অনুভব করেন। ঘুমিয়ে পড়েন। সেই ঘুম চলে টানা ছয় মাস। ঘুমের মধ্যেই তিনি হেঁটেছেন, হালকা কিছু খাবার গ্রহণ করেছেন ও পানি পান করেছেন, এমনকি বাথরুমেও গিয়েছেন। যেমনটি আমরা রাতে ঘুমানোর সময় করে থাকি। কিন্তু পুরোপুরি ঘুম ভাঙেনি তার। তবে সেই সাত যুবকের মতো কোন আশীর্বাদ প্রাপ্ত হননি বেথ। বরং ভুগছেন এক কঠিন রোগে, যার বৈজ্ঞানিক নাম ‘কেলিনি লেভিন সিনড্রোম- কেএলএস’। এটি পরিচিত ‘সিøপিং বিউটি সিনড্রোম’বা এটি ‘সিøপিং ডিসঅর্ডার’ নামেও। ব্রিটেনের প্রায় ১০০ জন তরুণ এ রোগে ভুগছেন। এই রোগের রহস্য উদ্ঘাটনে এখনও গবেষণা করছেন বিজ্ঞানীরা। বেথের মা জেনি জানান, গত পাঁচ বছরে বেথ ৭৫ ভাগ সময়ই ঘুমিয়ে কাটিয়েছে। বর্তমানে বেথ ১ থেকে দুই মাস ঘুমায়। তার জীবন বিছানায় ও সোফায় কাটে। খুব কম সময়ই বেথ ঘর থেকে বের হয়। এমনকি দুর্বলতার কারণে হাঁটতে না পারায় চিকিৎসক তাকে হুইলচেয়ার ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বেথ যখন ঘুমায়, কেউই জানে না কখন ঘুম থেকে উঠবে। তাই তার মা তার সঙ্গে থাকারই চেষ্টা করেন। মেয়ের জন্য চাকরি ছেড়েছেন তিনি। জেনি বলেন, ‘যখন সে ঘুম থেকে ওঠে সে জানে না সে কোথায় আছে ও ভীষণ উত্তেজিত থাকে।’ জোই লেসেইজনার নামের কেএলএস চিকিৎসক ও বিশেষজ্ঞ বলেন, ‘এক শতাব্দী আগে এই রোগ আবিষ্কৃত হয়েছে। অস্বাভাবিক ঘুম তাদের ব্যক্তিত্বকে পরিবর্তন করে দেয়। তারা অলস হয়ে পড়ে। ঘুমের ঘোরে তারা স্বপ্ন দেখে তারা পৃথিবী থেকে অনেক দূরে। ঘুম থেকে ওঠার পর তারা বুঝতে পারে তারা কিছু হারিয়ে ফেলেছে। তখন তারা উদ্বিগ্ন ও বিষণœতায় ভোগেন। তরুণ-তরুণীদের এই রোগ তার জীবন থেকে অনেক বছর কেড়ে নেয়। বর্তমানে বেথ শিশু বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন।’ সাইফুল আহমেদ খাবারের এতো দাম খাবারের দাম এ্যাপলের নতুন আইফোন ৭ এর সমান। তাও একটি নয়, দুটি নয়, ২৪৭টি আইফোন ৭ এর দামের সমান। কি শুনে চোখ কপালে! বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এটাই সত্যি! আসুন জেনে নেই কি সেই খাবার। কেনই বা এত দাম! খাবারটি হচ্ছে, ইতালিয়ান হোয়াইট আলবা ছত্রাক। ইতালিয়ান হোয়াইট আলবা ছত্রাক রান্নার দুনিয়ায় হীরার মতোই মূল্যবান। যার বাজার মূল্য এক লাখ ষাট হাজার চারশ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় এক কোটি আটাশ লাখ টাকার মতো। সাধারণ ইউরোপিয়ান হোয়াইট আলবা ছত্রাক এর দাম পাউন্ড প্রতি তিন হাজার ডলার কিন্তু ইতালিয়ান হোয়াইট আলবা ছত্রাক এখনো পর্যন্ত সর্বোচ্চ তিন লাখ ডলারে বিক্রি হয়েছে। এটাকে ধরা হয় পৃথিবীর অন্যতম একটি দামি খাবার। এটার ঘ্রাণ এবং স্বাদ আপনাকে পাগল করে দেবে। এক কথায় ইতালিয়ান হোয়াইট আলবা ছত্রাক তার ঘ্রাণ এবং স্বাদ এর জন্যই এতো বিখ্যাত। আলবা ছত্রাক খুব কমই উৎপন্ন হয়, আর হোয়াইট আলবা বছরের একটি সময়ের জন্যই হয়। শুধু ইতালির নির্দিষ্ট কিছু জায়গায় এটা পাওয়া যায়। তাই এটা এত মূল্যবান। তবে এটি খাওয়ার আগে একবার চিন্তা করবেন যে, এটি না খেয়ে আপনি কিন্তু ২৪৭টি আইফোন কিনতে পারেন। বাকিটা আপনার ইচ্ছে। সাত-সতেরো প্রতিবেদক
×